সুনামগঞ্জ সদর উপজেলার রাধানগর পয়েন্টে তৈয়বুর রহমান নামে এক ব্যক্তির গ্যাস সিলিন্ডারের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রোববার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় গুদামে আগুন লাগে। গ্যাস সিলিন্ডারের গুদামের সঙ্গে থাকা আরও কয়েকটি দোকানেও আগুন ছড়িয়ে পড়েছে। গুদামে ৩৮০০টি গ্যাস সিলিন্ডার ছিল বলে দাবি ব্যবসায়ীর।
তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও বিশ্বম্ভপুর স্টেশনের চারটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।