গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে গোসল করতে নেমে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের বয়স সাত বছর।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দরবস্ত ইউনিয়নের সাতানা বালুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো ওই গ্রামের বুলু মিয়ার ছেলে আবু বক্কর এবং ফুলবাড়ী ইউনিয়নের কুন্দেরপাড়া গ্রামের বুলু মিয়ার ছেলে হোসাইন মিয়া।
হোসাইনের বাবা-মা গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করেন। এজন্য সাতানা বালুয়া গ্রামে নানা আবু হানিফের বাড়িতে থাকতো শিশুটি।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশের করতোয়া নদীতে গোসল করতে নামে শিশু আবু বক্কর ও হোসাইন। পরে তারা নিখোঁজ হয়। খবর পেয়ে স্বজনরা খোঁজাখুঁজির একপর্যায়ে তাদের মরদেহ উদ্ধার করেন।
গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।