দেশে ফিরবেন মুশফিকরা, সাকিব কোথায় যাবেন?

অক্টোবর 1, 2024
by

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হলেও, সফর শেষ হয়নি বাংলাদেশের। দুই দল ৭ অক্টোবর থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে। সেই ফরম্যাটের দলে না থাকা ক্রিকেটাররা ফিরবেন দেশে। কিন্তু সাকিব আল হাসানের পরবর্তী গন্তব্য কোথায় তা নিয়ে ক্রীড়াঙ্গনে গুঞ্জন চলছে। শোনা যাচ্ছে, যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে উড়াল দিতে পারেন সাবেক এই টাইগার অধিনায়ক।

ভারতের বিপক্ষে কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরুর আগে আচমকা টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। টি-টোয়েন্টি বিশ্বকাপেই তিনি ফরম্যাটটিতে শেষ ম্যাচ খেলেছেন বলে উল্লেখ করেন। আর টেস্ট থেকে বিদায় নিতে চান ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজে। তবে সেজন্য তিনি নিরাপত্তা নিশ্চিত করাসহ কিছু শর্ত দিয়েছেন। এখন পর্যন্ত সেই শর্ত পূরণের তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না। ফলে কানপুর টেস্টকেই সম্ভাব্য শেষ লাল বলের ম্যাচ মনে করা হচ্ছে সাকিবের।

টেস্ট সিরিজ শেষ হওয়ায় বাংলাদেশ দলের সাদা পোশাকের ক্রিকেটাররা ৩ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে। তবে সাকিবের গন্তব্য ভিন্ন। ঢাকা পোস্টকে বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছেন, দলের বহরের সঙ্গে দেশে ফিরছেন না সাকিব। সেক্ষেত্রে টাইগার অলরাউন্ডারের পরবর্তী গন্তব্য কোথায় সে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। জানা গেছে সাকিবের পরবর্তী গন্তব্য আমেরিকা। সেখানে নিজের পরিবারের কাছে যাওয়ার কথা রয়েছে সাকিবের।

এদিকে, দক্ষিণ আফ্রিকা সিরিজে সাকিবের থাকা নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে তাকে সিরিজটিতে পাওয়ার আশায় রয়েছেন, ‘এটাই (কানপুর) সাকিবের শেষ টেস্ট ম্যাচ ‍কি না, এ ব্যাপারে আমি কিছু জানি না। আমি যতটুকু জানি, সে দক্ষিণ আফ্রিকা সিরিজটা খেলছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিব তার শেষ টেস্ট খেলার কথা বলায় আমরা অবাক হয়েছি। আর আপনি তো সাকিবের মতো একই বিকল্প খুঁজে পাবেন না।’

আগামী ১৬ অক্টোবর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় আসবে দক্ষিণ আফ্রিকা। এরপর ২১ অক্টোবর থেকে মিরপুরে প্রথম এবং ২৯ অক্টোবর থেকে চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। এই সিরিজ খেলে বিদায় নেওয়ার লক্ষ্য সাকিবের। সেজন্য দেশে ফিরতে তার নিরাপত্তা এবং নিরাপদে দেশ ছেড়ে পরিবারের কাছে যাওয়ার সুযোগ চেয়েছেন। যদিও নিরাপত্তার বিষয়টি তাদের হাতে নেই বলে জানিয়ে দিয়েছে বিসিবি।

অন্যদিকে, সাকিবের দাবির প্রেক্ষিতে তাকে পাল্টা শর্ত দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘খেলোয়াড় হিসেবে তাকে যতটুকু নিরাপত্তা দেওয়া দরকার ততটুকু আমরা দেব। তবে রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি ক্ষোভ থাকে, তাহলে সেটা আমাকে রিডিউস করতে (কমাতে) হবে আমার কথা দিয়ে। আমার মনে হয়, তার (সাকিব) নিজের জায়গা পরিষ্কার করা প্রয়োজন, রাজনৈতিক জায়গা থেকে, তার যে রাজনৈতিক অবস্থান, তা নিয়ে কথা বলা প্রয়োজন। অলরেডি মাশরাফি বিন মুর্তজা কথা বলেছেন।’

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

আমার সেরাটা দেওয়া বাকি রয়েছে: নাহিদ রানা

স্পিন বিভাগ শক্তির জায়গা শুরু থেকেই বাংলাদেশ ক্রিকেটে। যার জন্য

সাবেক বিচারপতি মানিক হাসপাতাল থেকে কারাগারে

সাবেক বিচারক এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায়