কানপুর টেস্টে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। এর ফলে সিরিজে ২-০ ব্যবধানে ২ ম্যাচের টেস্ট সিরিজ ২-০ তে জিতেছে রোহিত শর্মার দল। প্রথম টেস্টেও ভারতের কাছে ২৮০ রানে হেরে যায় শান্তর দল।
মঙ্গলবার, বৃষ্টি-বিঘ্নিত ম্যাচের শেষ দিনে, ভারতকে ৯৫ রানের টার্গেট দিয়েছিল বাংলাদেশ, যা ভারতীয় ব্যাটসম্যানরা ১৭.২ ওভারে অর্জন করে। ৫১ রান করেন যশস্বী জয়সওয়াল। ২৯ রানে অপরাজিত থাকেন কোহলি। উইকেটরক্ষক ঋষভ পান্ত একটি চার মেরে দলের জয়কে নিশ্চিত করেন।
লাঞ্চের আগে ভারত দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে ১৪৬ রানে অলআউট করে। ২৬/২ স্কোর দিয়ে দিন শুরু করে বাংলাদেশি দল।
প্রথম ইনিংসে বাংলাদেশকে ২৩৩ রানে গুটিয়ে দিয়ে নিজেদের ইনিংস শুরু করে ভারত। বাংলাদেশি বোলারদের বিরুদ্ধে আক্রমণাত্মক ব্যাটিং করে ভারতীয় ব্যাটসম্যানরা দ্রুত রান তুলে। তবে সাকিব আল হাসানের স্পিনের জালে আটকে পড়ে ভারত ৯ উইকেট হারিয়ে ২৮৫ রানে ইনিংস ঘোষণা করতে বাধ্য হয়।