প্রায় দুই দশক ধরে রুপালি পর্দায় কাজ করছেন ওপার বাংলার অভিনেতা ঋষি কৌশিক। পরিচিতিটা টেলি সিরিয়াল দিয়ে হলেও এখন রীতিমতো বড় পর্দার নায়ক তিনি। তবে শুরু থেকেই বাংলা ধারাবাহিক ইন্ডাস্ট্রিতে একটা পোক্ত অবস্থান করে নিয়েছিলেন ঋষি। এখন মুম্বাইয়ের হিন্দি সিরিয়ালে আনাগোনা তার।
হিন্দি ‘দুর্গা’ ধারাবাহিকে এখন দেখা মেলে ঋষির। ছোট পর্দায় কি তবে ঋষিকে এখন জাতীয় পর্যায়ে মনোবল জোগাচ্ছে? সে উত্তরে মুম্বাই থেকে ঋষি বললেন, ‘শুধু ধারাবাহিকে অভিনয় করবেন বলে কোনও অভিনেতা ক্যারিয়ার শুরু করেন না। আমার ক্ষেত্রে ধারাবাহিক এসেছিল। কিন্তু তার পরেও আমি অন্য মাধ্যমে সমান গুরুত্ব দিয়ে অভিনয়ের চেষ্টা করেছি।’
ছোট পর্দায় জনপ্রিয়তা সহজে পাওয়া যায়। কিন্তু টেলি সিরিয়ালের জনপ্রিয় মুখ হয়ে থাকতে চান বলেও জানালেন ঋষি। তার কথায়, ‘ধারাবাহিকের প্রস্তাব এসেছে, আমিও অভিনয় করেছি। কিন্তু তার মানে যে শুধু এটাই চেয়েছিলাম, তা নয়।’
ঋষি বিশ্বাস করেন ইন্ডাস্ট্রিতে সব সময় পরিকল্পনামাফিক ক্যারিয়ার তৈরির সুযোগ হয় না। তাই নিজেকে প্রমাণ করার জন্য সব সময় ভাল কাজের চেষ্টা করে যাওয়া উচিত। অভিনেতার মতে, ‘কেউ যদি দৌড়াতে না পারেন, তিনি যেন হাঁটা না বন্ধ করেন, সেটা খেয়াল রাখতে হবে।’
অভিনেতা হিসেবে নিজেকে আরও উপযুক্ত করে তুলতে লাগাতার অভিনয়ের মধ্যে থাকা উচিত বলেও মনে করেন ঋষি। আর তার ক্ষেত্রে সেই মাধ্যমটি হল ছোট পর্দা। স্পষ্ট বললেন, ‘যতটা গুরুত্ব আমি ধারাবাহিকে পেয়েছি, সিনেমা বা ওয়েব সিরিজে তো সেটা পাইনি।’
ধারাবাহিকের তুলনায় ঋষির ঝুলিতে উল্লেখযোগ্য ছবির সংখ্যা কম। এ নিয়ে ঋষি বললেন, ‘মানুষ তো সব সময় যেখানে রয়েছে, তার থেকে আরও ভাল জায়গায় যেতে চায়। সে ক্ষেত্রে মনে হয়, সিনেমায় আরও সুযোগ পেলে হয়ত আমার ক্যারিয়ারটাও অন্যরকম হত।’
ধারাবাহিকের শ্যুটিংয়ের জন্য এই মুহূর্তে মুম্বাইয়ে রয়েছেন ঋষি। চলতি বছরে ‘মির্জা’ ছবিতে অভিনয় করেছেন ঋষি। অন্য দিকে ‘পাশবালিশ’ ওয়েব সিরিজেও দর্শকেরা দেখছেন তাকে।