চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পাহাড় থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের পাশের পাহাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তার পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই নারীর বয়স আনুমানিক ৩০ বছর।
ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে মারা গেছেন তিনি।