গত জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন ফুটবলের রাজা লিওনেল মেসি। চোটের কারণে পরবর্তী কয়েক মাস তিনি মাঠের বাইরে ছিলেন। তবে, দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও আর্জেন্টিনার জাতীয় দলে ফিরছেন তিনি।
আগামী অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ভেনেজুয়েলা এবং বলিভিয়ার বিপক্ষে এই দুই ম্যাচের জন্য আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ২৭ সদস্যের একটি দল ঘোষণা করেছেন। এই দলে সবার প্রিয় তারকা মেসিও রয়েছেন।
মেসির ফেরা আর্জেন্টিনার ফুটবল সমর্থকদের জন্য এক বিরাট খবর। তারা আবারও তাদের প্রিয় খেলোয়াড়কে আর্জেন্টিনার জার্সিতে খেলতে দেখার সুযোগ পাবে।
মনে রাখা ভালো, মেসির ফেরা আর্জেন্টিনার জন্য বিশ্বকাপ বাছাইয়ের অভিযানে আরও শক্তি যোগ করবে। আশা করা যায়, তিনি তার দলকে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে সাহায্য করবেন।
ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে ২৭ সদস্যের আর্জেন্টিনা দল:
গোলরক্ষক: ওয়াল্তার বেনিতেস (পিএসভি আইন্দহোভেন), জেরোনিমো রুলি (অলিম্পিক মার্সেই), হুয়ান মুসো (আতলেতিকো মাদ্রিদ)
ডিফেন্ডার: গনসালো মনতিয়েল (সেভিয়া), নাহুয়েল মোলিনা (আতলেতিকো মাদ্রিদ), ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার), লিওনার্দো বেলার্দি (অলিম্পিক মার্সেই), হেরমান পেস্সেইয়া (রিভার প্লেট), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), লিসান্দ্রো মার্তিনেস (ম্যানচেস্টার ইউনাইটেড), মার্কোস আকুনা (রিভার প্লেট), নিকোলাস তাগলিয়াফিকো (লিঁও)।
মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস (রোমা), আলেক্সিস মাক আলিস্তের (লিভারপুল), রদ্রিগো দে পল (আতলেতিকো মাদ্রিদ), এসেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুজেন), এনসো ফের্নান্দেস (চেলসি), জিওভানি লো সেলসো (রেয়াল বেতিস), তিয়াগো আলমাদা (বোটাফোগো)
ফরোয়ার্ড: নিকোলাস গনসালেস (ইউভেন্তুস), আলেহান্দ্রো গারনাচো (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকো পাস (কমো), ভালেন্তিন কারবোনি (অলিম্পিক মার্সেই), হুলিয়ান আলভারেস (আতলেতিকো মাদ্রিদ), লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান), লিওনেল মেসি (ইন্টার মিলান), পাওলো দিবালা (রোমা)