যারা পতিত ফ্যাসিবাদের প্রতি সহানুভূতি দেখাচ্ছেন। অন্তত ব্যক্তিগতভাবে তাদেরও আমি ফ্যাসিবাদের পুনর্বাসনকারী হিসেবেই বিবেচনা করব বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে ফ্যাসিবাদ ইস্যুতে এ কঠোর বার্তা দিয়েছেন তিনি।
পোস্টে তিনি লিখেছেন, যারা পতিত ফ্যাসিবাদের প্রতি সহানুভূতি দেখাচ্ছেন। অন্তত ব্যক্তিগতভাবে তাদেরও আমি ফ্যাসিবাদের রক্ষা কর্তা হিসেবেই বিবেচনা করব। রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য যারা এই নীচ কাজে লিপ্ত হয়ে পড়েছেন রক্তের দাগ শুকানোর আগেই। এই প্রজন্ম আপনাদের ক্ষমা করবে না। ইতিহাসে আপনাদেরও এভাবেই মনে রাখা হবে।
নাৎসি পার্টির উদাহরণ টেনে আসিফ লিখেছেন, নাৎসি পার্টির ভবিষ্যৎ কী হয়েছিল? অথচ বাংলাদেশে ডেমোক্রেসির কথা বলে গণহত্যাকারী ফ্যাসিবাদের রাজনৈতিক পুনর্বাসনের পথ খোলা হচ্ছে।
এরআগে রোববার (২৯ সেপ্টেম্বর) সাকিব আল হাসানকে নিয়ে মন্তব্য করে আসিফ মাহমুদ বলেছেন, সাকিব আল হাসানের পরিচয় দুটি, এটা মনে রাখতে হবে। তিনি একজন খেলোয়াড়। সে হিসেবে তার যতটা নিরাপত্তা দেওয়া দরকার সেটা দেওয়া হবে। অপরদিকে তিনি একজন রাজনীতিবিদও। আওয়ামী লীগের হয়ে রাজনীতি করেছেন।
তিনি বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি ক্ষোভ থাকে, তাহলে নিজেকেই তার সংশোধন করতে হবে। নিজের রাজনৈতিক অবস্থান সাকিবকেই স্পষ্ট করতে হবে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই আওয়ামী লীগ ও তাদের ঘনিষ্ঠ সহযোগী ১৪ দল নিষিদ্ধের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।