ইকবাল হোসাইন চৌধুরীর পরিচালিত চলচ্চিত্র ‘বলী’ বাংলাদেশের পক্ষে ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে (অস্কার) অংশগ্রহণ করবে। বুসান চলচ্চিত্র উৎসবে পুরস্কার জয়ী এই চলচ্চিত্রটি এবার অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে লড়াই করবে।
বাংলাদেশ থেকে কোন চলচ্চিত্রকে অস্কারে পাঠানো হবে, তা নির্ধারণের জন্য গঠিত ‘অস্কার বাংলাদেশ কমিটি’ বিভিন্ন চলচ্চিত্র যাচাই-বাছাই করে। এই কমিটির সভাপতি হলেন মতিন রহমান। ১ অক্টোবর, কমিটির সদস্যরা একমত হয়ে ‘বলী’ ছবিটিকে অস্কারের জন্য চূড়ান্ত করে।
‘বলী’ চলচ্চিত্রের এই অর্জন বাংলাদেশের চলচ্চিত্র জগতের জন্য একটি বিরাট সাফল্য। দেশের সিনেমা এখন আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি পাচ্ছে, যা বাংলাদেশের চলচ্চিত্রের ভবিষ্যৎকে উজ্জ্বল করে তুলছে।
নাসির উদ্দিন খান অভিনীত ‘বলী’ সিনেমা বাংলাদেশের চলচ্চিত্র জগতে নতুন ইতিহাস রচনা করেছে।
সাগর পাড়ের এক খ্যাপাটে জেলের চরিত্রে অভিনয় করে নাসির উদ্দিন খান দর্শকদের মন জয় করে নিয়েছেন। চট্টগ্রামের উপকূলীয় এলাকায় দীর্ঘদিন ধরে চলা শুটিংয়ের পর এই ছবিটি দর্শকদের সামনে উপস্থিত হয়েছে। বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত এই সিনেমাটি সাইফুল আজিম ও সৈয়দ গাউসুল আলম শাওনের সহযোগিতায় নির্মিত হয়েছে।
বিশ্ব মঞ্চে বাংলাদেশের পতাকা উড়িয়েছে ‘বলী’:
২০২২ সালে কোরিয়ার বুসান চলচ্চিত্র উৎসবে নিউ কারেন্টস বিভাগে পুরস্কার জিতে নিয়ে ‘বলী’ বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্ব মানচিত্রে তুলে ধরেছে। এই প্রথম কোনো বাংলাদেশি সিনেমা বুসান চলচ্চিত্র উৎসবে সেরার স্বীকৃতি পেল।
অস্কারের পথে ‘বলী’:
এবার ‘বলী’ আরও একটি মাইলফলক স্পর্শ করেছে। ২০২৫ সালের ২ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া ৯৭তম অস্কার অ্যাওয়ার্ডসে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এই সিনেমা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হতে যাওয়া এই আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের সেরা সিনেমাগুলো অংশগ্রহণ করবে।