বৈরুত বিমানবন্দরের কাছেই হামলার দাবি করেছে ইসরায়েল। তারা জানিয়েছে, ইসরায়েল বিমানবন্দরের পরিধির বাইরে খুব কাছাকাছি এলাকায় হামলা চালিয়েছে।
শুক্রবার (০৪ অক্টোবর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে- প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বৈরুত বিমানবন্দরের কাছাকাছি এলাকায় ধারাবাহিকভাবে বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এ সময় সেখানে যুদ্ধবিমান উড়তে দেখা গেছে। এরপর কাছাকাছি এলাকা ধোঁয়ায় ছেয়ে গেছে।
লেবাননের যোগাযোগ ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বিমানবন্দরের বাইরের এলাকায় ইসরায়েল অন্তত একটি হামলা চালিয়েছে।