মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার গোয়েন্দা তৎপরতার উদ্দেশ্যে ব্যবহার করা ৪১টি ইন্টারনেট ডোমেইন ও এদের বিভিন্ন প্রক্সি সাইট জব্দ করার দাবি করেছে।
বৃহস্পতিবার মার্কিন বিচার বিভাগ বলেছে, পেন্টাগন ও যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে সাইবার হামলা করার লক্ষ্য নিয়ে রাশিয়া এইসব ডোমেইন ব্যবহার করে আসছে।
এক বিবৃতিতে বিচার বিভাগ আরও যোগ করে, মাইক্রোসফটের সঙ্গে একযোগে কাজ করে তারা ওই একই গ্রুপের ৬৬টি ইন্টারনেট ডোমেইন সরিয়েছে। আর রাশিয়ার ‘ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)’র সঙ্গে এইসব জব্দ হওয়া ডোমেইনের যোগসূত্র থাকতে পারে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
“মার্কিন নাগরিকদের স্পর্শকাতর তথ্য চুরি করতে রাশিয়া সরকার এইসব স্কিম ছাড়ত, যেখানে ভুক্তভোগীর সঙ্গে প্রতারণা করে তাদের অ্যাকাউন্টের তথ্য বের করতে এমন ইমেইল অ্যাকাউন্ট ব্যবহার করা হতো, যেগুলো দেখতে আসলের মতোই,” বলেন যুক্তরাষ্ট্রের সহকারী অ্যাটর্নি জেনারেল লিসা মোনাকো।
বিচার বিভাগ বলেছে, হ্যাকাররা এইসব ডোমেইন ব্যবহার করে এমন ‘ফিশিং’ প্রচারণা চালাতো, যা যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানি, গোয়েন্দা বিভাগ, প্রতিরক্ষা দপ্তর, স্টেট ডিপার্টমেন্ট ও জ্বালানী মন্ত্রণালয়ের সাবেক ও বর্তমান কর্মীদের তথ্য হাতিয়ে নেওয়ার লক্ষ্যে তৈরি।
জব্দ করা ডোমেইনগুলো ‘ক্যালিস্টো গ্রুপ’ ও তাদের সহযোগীদের আওতাধীন, যাকে এফএসবি’র একটি ইউনিট বলে ব্যাখ্যা করেছে বিচার বিভাগ। হ্যাকার দলটি ‘কোল্ড রিভার’ বা ‘স্টার ব্লিজার্ড’ নামেও পরিচিত, যারা ২০১৬ সালে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরকে শিকার বানানোর পর গোয়েন্দা কর্মকর্তাদের নজরে আসে।
রয়টার্স এ বিষয়ে রাশিয়ার দূতাবাসের মন্তব্য জানতে চাইলেও তাৎক্ষণিক সাড়া মেলেনি।