সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে। আইসিসির এ টুর্নামেন্টে বড় ম্যাচে আজ মাঠে নামছে ভারত-পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের মুখোমুখি ম্যাচ ঘিরে সমর্থকদের মাঝে বিরাজ করছে আগ্রহ-উদ্দীপনা।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বিকেল ৪টায় ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, ইতোমধ্যেই এই ম্যাচের ১০ হাজার টিকিট বিক্রি হয়েছে।
বিশ্বকাপের এবারের আসরে ভারত-পাকিস্তান দুই দলই এখন পর্যন্ত খেলেছে একটি করে ম্যাচ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছিল ফাতিমা সানার পাকিস্তান। লঙ্কানদের বিপক্ষে আগে ব্যাট করে ১১৬ রানের সংগ্রহ গড়ে পাকিস্তান। পরে লঙ্কানরা ৮৫ রানে অল আউট হলে ৩১ রানের দুর্দান্ত এক জয় ফাতিমা সানারা।
এদিকে দারুণ জয়ে পাকিস্তান টুর্নামেন্টে শুভ-সূচনা করলেও শুরুটা ভালো হয়নি ভারতের। নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিলেন হারমানপ্রীত কৌররা। এ ম্যাচে ১৬১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে স্মৃতি মান্ধানারা সুবিধা করে ওঠতে পারেননি, ভারত অল আউট হয় ১০২ রানে।
৫৮ রানের হার দিয়ে আসর শুরু করা ভারত আজ মাঠে নামছে পাকিস্তানের বিপক্ষে। এদিকে সংক্ষিপ্ত ফরম্যাটের এ বিশ্বকাপে এর আগে দুই দল মুখোমুখি হয়েছিল সাতবার, এসবের পাঁচটিতে জিতেছে ভারত, পাকিস্তানের জয় কেবল ২ ম্যাচে।