লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম উর্মি কর্তৃক জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ আখ্যায়িত করার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে গণবিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) দেশব্যাপী তাৎক্ষণিকভাবে গণবিক্ষোভ ঘোষণা করে ‘জাস্টিস ফর জুলাই’। তারই অংশ হিসেবে এদিন বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে প্ল্যাটফর্মটির ঢাবি শাখা এ আয়োজন করে।
গণবিক্ষোভে উপস্থিত ছিলেন- জাস্টিস ফর জুলাইয়ের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ফাইজা তাবাসসুম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মুস্তাকিম, ইসরাত জাহান গয়না, ফাতিমা তাসনিম জুমা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আম্মার বিন আসাদ প্রমুখ।
এ সময় সংগঠনটির নেতারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে ম্যাজিস্ট্রেট উর্মির চাকরি থেকে স্থায়ী বহিষ্কারের দাবি জানান।একই সঙ্গে তারা বলেন, জুলাই স্পিরিটের বিরুদ্ধে যারাই অবস্থান নেবে, তারা গণশত্রু। এমন কেউই প্রশাসনের কোনো পর্যায়ে দায়িত্ব পালন করতে পারবে না।
প্রসঙ্গত, নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কুমিল্লা, রাজশাহী, খুলনা, সাতক্ষীরা, নোয়াখালী, ময়মনসিংহ, নারায়ণগঞ্জসহ সারা দেশের ১৫টি জেলায় তাৎক্ষণিকভাবে গণবিক্ষোভ কর্মসূচি পালন করেছে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আহতদের সুচিকিৎসা ও গণহত্যার বিচারের দাবিকে সামনে রেখে গঠিত সংগঠন ‘জাস্টিস ফর জুলাই’।