ভারতের কেন্দ্র শাসিত জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনে ভোট গণনা চলছে। তবে, প্রাপ্ত ফলাফলে এখন পর্যন্ত এনসি-কংগ্রেস জোটের ঝুলিতে পড়েছে ৩৮ শতাংশ ভোট। বিজেপি পেয়েছে ২৬.৭২ শতাংশ ভোট।
পিডিপি পেয়েছে ৭.৮৯ শতাংশ ভোট। অন্য দলগুলির মোট ভোট শতাংশ ২৭। এখনো চলছে ভোটগণনা। জয়ের ইঙ্গিত পেতেই একে অপরকে মিষ্টিমুখ করাচ্ছেন কংগ্রেসের কর্মী-সমর্থকেরা।
চলছে ভোটগণনা। জয়ের ইঙ্গিত পেতেই একে অপরকে মিষ্টিমুখ করাচ্ছেন কংগ্রেসের কর্মী-সমর্থকেরা। খবর আনন্দবাজার পত্রিকার।
এখনও পূর্ণাঙ্গ ফলপ্রকাশ হয়নি। তবে তার আগেই পরাজয় স্বীকার করে নিলেন গণনার গোড়া থেকেই পিছিয়ে থাকা মেহবুবা মুফতির কন্যা ইলতিজা মুফতি।
জম্মু ও কাশ্মীরের কুলগাম আসনে এগিয়ে সিপিএম প্রার্থী মহম্মদ ইউসুফ তারিগামি। প্রসঙ্গত, সিপিএম এনসি-কংগ্রেস জোটের অন্যতম শরিক।