গতকাল গোয়ালিয়রে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে জয়ী হয়েছে স্বাগতিক ভারত। এ ম্যাচে বাংলাদেশকে অলআউট করে পাকিস্তানের বিশ্ব রেকর্ড স্পর্শ করেছে ভারত।
টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি ৪২বার প্রতিপক্ষকে অলআউট করার বিশ্ব রেকর্ড এতদিন এককভাবে দখলে রেখেছিলো পাকিস্তান। এবার পাকিস্তানের বিশ্ব রেকর্ডের পাশে নাম তুললো ভারত।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১২৭ রানে অলআউট করে ভারত। টি-টোয়েন্টি ইতিহাসে ২৩৬ ম্যাচ খেলে প্রতিপক্ষকে ৪২তম বারের মত অলআউট করে টিম ইন্ডিয়া। ২৪৫ ম্যাচ খেলে ৪২বার প্রতিপক্ষকে গুটিয়ে দিয়েছিলো পাকিস্তান।
এই তালিকায় তৃতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। ২২০ ম্যাচ খেলে ৪০বার প্রতিপক্ষের ইনিংস নির্ধারিত ওভারের আগেই শেষ করে কিউইরা।
চতুর্থ সর্বোচ্চ ৩৫ বার প্রতিপক্ষকে অলআউট করেছে ৯৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা উগান্ডা।
তালিকায় উগান্ডার পরই আছে ওয়েস্ট ইন্ডিজ। ২০৫ ম্যাচ খেলে ৩২ বার প্রতিপক্ষকে অলআউট করেছে ক্যারিবীয়রা।