ওপার বাংলার সিনেমায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে এর আগেও পর্দা ভাগ করেছেন অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। ‘মহিষাসুরমর্দ্দিনী’ ছবিতে খ্যাতিমান এই দুই অভিনয়শিল্পী ভিন্ন ধরনের কাজ দেখিয়েছেন।
সম্প্রতি একটি ছবি সামাজিক মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, প্রযোজক প্রদীপ চুড়িওয়াল ও পবন কানোরিয়ার সঙ্গে রয়েছেন ঋতুপর্ণা-পরমব্রত। আর সেই ছবি দেখেই টালিউডে শুরু হয়েছে গুঞ্জন- নিশ্চই একসঙ্গে পর্দায় আসছেন পরমব্রত-ঋতুপর্ণা।
বিষয়টি নিয়ে ভারতীয় গণমাধ্যমে আলাপ করেন প্রযোজক পবন কানোরিয়া। জানান, পরিচালক প্রদীপ চুড়িওয়ার একটি ছবির প্রযোজনা করছেন পবন। সে ছবিতে পরিচালনার দায়িত্বে পরমব্রত। তবে ঋতুপর্ণা থাকবেন কী না, তা স্পষ্ট করেননি।
তবে টালিউডে গুঞ্জন, সম্পর্কের কোনও একটি বিশেষ স্তর দেখানো হতে পারে ছবিটিতে। সেখানেই কী ঋতুপর্ণাকে দেখা যাবে কী না এমন প্রশ্নে চুপ থাকেন প্রযোজক। তাহলে নিশ্চই টালিউডের অনুমানও সত্যি হওয়ার পথে।
পরমব্রত তার জনপ্রিয় সিরিজ ‘পর্ণশবরীর শাপ’-এর দ্বিতীয় সিজন ‘নিকষছায়া’-এর শ্যুটিং শেষ করেছেন। সদ্য তার প্রথম ঝলক প্রকাশ পেয়েছে। সেখানে চিরঞ্জিৎ চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসু, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় থাকছেন। পাশাপাশি একাধিক নতুন মুখের দেখা মিলবে। সিরিজটি দেখা যাবে হইচই ওয়েব প্ল্যাটফর্মে।