মালদ্বীপকে ৪০ কোটি ডলার দিচ্ছে ভারত

অক্টোবর 8, 2024
by

অবশেষে ভারত সফর করলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। শীতল হওয়া সম্পর্ককে আগের জায়গায় ফেরানোর আলোচনার মধ্যে দিল্লি সফর করছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।

সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার বৈঠকের পর আর্থিক সংকটে থাকা মালদ্বীপকে ৪০ কোটি ডলার অর্থনৈতিক সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছে ভারত সরকার।

বৈঠকের পর দুদেশের মধ্যে ‘সমন্বিত অর্থনৈতিক ও সমুদ্র নিরাপত্তা অংশীদারত্বের অভিষ্ট’ ঘোষণা করেছে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ।

দুই সরকারপ্রধানের বৈঠকের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ৪০ কোটি ডলারের সহায়তা এবং তিন হাজার কোটি রুপির দ্বিপক্ষীয় ‘কারেন্সি সোয়াপ’ এগ্রিমেন্টের চুক্তির জন্য ভারত সরকারকে সাধুবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট মুইজ্জু; যা মালদ্বীপের চলমান আর্থিক চ্যালেঞ্জ মোকাবেলায় ভূমিকা রাখবে।

আর্থিক চ্যালেঞ্জ মোকাবেলায় মালদ্বীপকে সহযোগিতার বিষয়ে আরও কী পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়ে দুই নেতা একমত হয়েছেন।

এর আগে মে ও সেপ্টেম্বর মাসে মালদ্বীপকে ট্রেজারি বিলে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) ১০ কোটি ডলারের সহায়তার জন্যও ভারতকে ধন্যবাদ দেন মুইজ্জু।

মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে মুইজ্জু দায়িত্ব নেন গত বছরের নভেম্বরে। নির্বাচনি প্রচারে জনগণের কাছে মুইজ্জুর মূল অঙ্গীকার ছিল- ‘ভারত হটাও’ নীতি। মূলত মালদ্বীপের ওপর ভারতের প্রভাব কমানোই ছিল তার লক্ষ্য। সে কারণে মুইজ্জু প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে টানাপড়েন চলে আসছিল।

চীনপন্থি হিসেবে পরিচিত মুইজ্জু ক্ষমতায় আসার পর বেইজিংয়েও গিয়েছিলেন। তার সরকার ক্ষমতায় আসার পর থেকে একাধিক ‘বিতর্ক’ তৈরি হয়, যার প্রভাব পড়ে ভারতের সঙ্গে সম্পর্কে। এর মধ্যে ঋণখেলাপি হওয়ার শঙ্কায় পড়ে মালদ্বীপ।

সেপ্টেম্বর মাসে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৪৪ কোটি মার্কিন ডলারে নেমে আসে। এ অর্থ দিয়ে দেশটির মাত্র দেড় মাসের আমদানির খরচ মেটানো সম্ভব। ভারতের প্রধানমন্ত্রী মোদির লাক্ষাদ্বীপ সফরের ছবি নিয়ে মুইজ্জুর মন্ত্রীদের ‘অবমাননাকর’ মন্তব্য করার অভিযোগ ওঠার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মালদ্বীপ বয়কট’-এর ডাক ওঠে। বলিউডের বহু তারকাও সমর্থন দিয়েছিলেন তাতে। ওই সময়ে মালদ্বীপের অসংখ্য টিকেট বাতিল করেন ভারতের পর্যটকরা।

মালদ্বীপের অর্থনীতির অন্যতম ভিত পর্যটন। ভারতীয় পর্যটকেরা মুখ ফেরাতে শুরু করায় বেশ সমস্যায় পড়েছিল মালদ্বীপ। মাঝে মালদ্বীপ থেকে ভারতীয় সেনা সরিয়ে নেওয়ারও নির্দেশ দিয়েছিল মুইজ্জু সরকার। আর এখন মুইজ্জুর ভারত সফর এই ইঙ্গিতই দিচ্ছে যে, মালদ্বীপ তার বড় এই প্রতিবেশী দেশটিকে উপেক্ষা করে চলতে পারে না। তাই এবার সম্পর্ক মসৃণ করতে সচেষ্ট হয়েছে মালদ্বীপ।

গত রোববার পাঁচ দিনের সফরে দিল্লী পৌঁছানোর পর সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন মোহাম্মদ মুইজ্জু। বৈঠক শেষে দুদেশের মধ্যে পাঁচটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দুই সরকারপ্রধান ‘ঐতিহাসিকভাবে নিবিড় ও বিশেষ সম্পর্ককে’ গভীর করার জন্য পুরো দ্বিপক্ষীয় সম্পর্ককে সামগ্রিকভাবে পর্যালোচনা করেছেন। যে সম্পর্ক দুদেশের জনগণের উপকারের ক্ষেত্রে বড় রকমের অবদান রেখেছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘প্রতিবেশী প্রথম’ ও ‘ভিশন সাগর’ নীতির আওতায় মালদ্বীপের সঙ্গে সম্পর্ককে ভারত যে গুরুত্ব দেয়, তা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মালদ্বীপের উন্নয়ন যাত্রা ও অগ্রাধিকারের সহায়তার ক্ষেত্রে ভারতের অবিচল প্রতিশ্রুতির কথাও পুনরায় তুলে ধরেছেন তিনি।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ‘বিওএ ম্যারাথন’ অনুষ্ঠিত

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) আয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় ‘বিওএ

সাবেক ফুটবলারকে জর্জিয়ার প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা

সাবেক এক ম্যানচেস্টার সিটি ফুটবলারকে ইউরোপের দেশ জর্জিয়ার প্রেসিডেন্ট হিসেবে