রাষ্ট্র ক্ষমতার পট পরিবর্তনের পর থেকে স্থবির ক্রীড়াঙ্গণ। নতুন ফুটবল মৌসুমের মাধ্যমে স্থবিরতা দূর হওয়ার পথ চওড়া হতে পারত। কিন্তু সেই ফুটবল মৌসুমও পিছিয়ে যাচ্ছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) জরুরী বৈঠকে করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লিগ ম্যানেজমেন্ট কমিটির। এ বৈঠকে মৌসুম পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।
পিছিয়ে যাওয়ার কারণ হিসেবে ভেন্যু প্রস্তুত না হওয়াকে দেখানো হচ্ছে। দেশের বিরাজমান পরিস্থিতিতে ক্লাবগুলোও না কি আবেদন করেছিল। এ কারণে ১১ অক্টোবর পূর্বনির্ধারিত সময়ে শুরু হচ্ছে না নতুন ফুটবল মৌসুম। নভেম্বরের শেষদিকে নতুন মৌসুম শুরু হতে পারে বলে জানালেন পেশাদার লিগ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান।
তিনি বলেন, ‘যে ভেন্যুগুলো আসন্ন মৌসুমের জন্য চূড়ান্ত করা হয়েছিল, সেগুলো এখনও প্রস্তুত হয়নি। ক্লাবগুলোর আবেদন এবং সামগ্রিক অবস্থা বিবেচনা নেওয়া হয়েছে। ১১ অক্টোবর মৌসুম শুরুর কথা ছিল, সেটা পিছিয়ে নভেম্বরের শেষে নিয়ে যাওয়া হয়েছে।’
শুক্রবার (১১ অক্টোবর) থেকে চ্যালেঞ্জ কাপ দিয়ে নতুন ফুটবল মৌসুম শুরু হওয়ার কথা ছিল। ফেডারেশন কাপ ও প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন দলকে নিয়ে নতুন এ আয়োজন শুরুর কথা ছিল।
১৫ অক্টোবর ফেডারেশন কাপ এবং ১৮ অক্টোবর প্রিমিয়ার লিগ শুরু হওয়ার কথা ছিল। ঢাকার মধ্যে বসুন্ধরা কিংস অ্যারেনা ছাড়াও কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম এবং ময়মনসিংহ রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামকে প্রিমিয়ার লিগের ভেন্যু হিসেবে চূড়ান্ত করা হয়েছিল।
দেশের বিভিন্ন অঞ্চলের স্টেডিয়ামে সেনাবাহিনী ক্যাম্প করেছে। এ কারণে চাইলেও ওই ভেন্যুতে কার্যক্রম পরিচালনা করা সম্ভব না।