ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রুবেল মিয়া (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) উপজেলার কামারিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
রুবেল মিয়া ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. সানোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
কামারিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা ফাতরুল আমিন জানান, সকাল থেকেই ভারী বৃষ্টি হচ্ছে। এ সময় বৃষ্টিতে ভিজে রুবেল মিয়া বাড়ির পাশের খালে মাছ ধরতে যায়। হঠাৎ বজ্রপাত হলে রুবেল মিয়া ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা টের পেয়ে তাকে উদ্ধার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।