বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য ও একুশে টিভির সিনিয়র রিপোর্টার দিপু সিকদারকে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ক্র্যাব।
বুধবার (৯ অক্টোবর) এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খান ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ নির্বাহী কমিটির সদস্যরা। একইসঙ্গে দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার আহ্বান জানান ক্র্যাব নেতৃবৃন্দ।
দিপু সিকদার জানান, সাংবাদিকতার সব ধরনের নিয়ম মেনে সাবেক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ‘ক্যাশিয়ার’ সৈয়দ আহসান আহম্মেদ সায়মুমের বিরুদ্ধে প্রতিবেদন করা হয়েছে। একুশে টিভিতে ‘হাজার কোটি টাকার মালিক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ক্যাশিয়ারের আয়কর নথিতে ১২ কোটি টাকা’ সংবাদ পরিবেশন হওয়ার পর বিদেশ থেকে আমাকে বাংলাদেশি সিম দিয়ে প্রাণনাশের হুমকিসহ কিছু আপত্তিকর কথা লিখে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে মান-সম্মান ক্ষুণ্ণ করে এবং সমাজে হেয় প্রতিপন্ন করে।
এই সাংবাদিক আরও বলেন, এছাড়া আরও হুমকি দেয় ‘তোরা ফের কোনো সংবাদ পরিবেশন বা কোনো তথ্য সংগ্রহ করলে তোদের পরিবারের লোকজনসহ প্রত্যেককে প্যাকেট করে নারায়ণগঞ্জ থেকে চিরতরে বিদায় করে দেব’।
এ ঘটনায় ফতুল্লা থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছেন দিপু সিকদার।