ভোলার চরফ্যাসনে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে জোবায়েদ (৪) ও আরিয়ান (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) দুপুরে ভোলা চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। এ ঘটনায় শোকের মাতম বইছে ওই এলাকায়।
নিহত শিশু জোবায়েদ ওই একই গ্রামের মো. ইউসুফের ছেলে, আরেক শিশু আরিয়ান সুমনের ছেলে। নিহত দুই শিশু প্রতিবেশী ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও নিহত শিশুদের স্বজনদের সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে একসঙ্গে বাড়ির উঠানে খেলছিলো ওই দুই শিশু। খেলতে খেলতে হঠাৎ পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির সামনে থাকা পুকুর পাড়ে চলে যায়। একপর্যায়ে শিশু দুটি পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।
তারা আরও বলেন, শিশু দুটিকে কোথাও খুঁজে না পাওয়ায় পুকুরের দিকে গিয়ে দেখা যায় পানিতে ভাসছে। এরপর পুকুর থেকে উদ্ধার করে চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুই শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চরফ্যাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, চরফ্যাশন থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছে।