বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত এবং আহত শিক্ষার্থীদের সম্মানে এবারের এইচএসসির ফলাফল উৎসর্গ করেছে আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি আব্দুল কাদির মোল্লা এই ঘোষণা দেন।
এর আগে এইচএসসির ফলাফল প্রকাশ করা হলে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে তাল মিলিয়ে উৎসবে মাতে সিটি কলেজ শিক্ষার্থীরা। পূজার সরকারি ছুটি থাকায় শিক্ষার্থী উপস্থিতি কম থাকলেও শিক্ষক-অভিভাবকরা আনন্দে ভাসছে। উপস্থিত শিক্ষার্থীদের মাঝেও দেখা দিয়েছে আমেজ।
কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল কাদির মোল্লা বলেন, দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে তাল মিলিয়ে প্রতিবছরের ন্যায় এবারও ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে সারা দেশে দ্বিতীয় অবস্থানে রয়েছে নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ।
তিনি বলেন, এই কলেজ শুধু শিক্ষায় নয় ফ্যাসিস্ট সরকারের উৎখাতেও ভূমিকা রেখেছিল। যার ফলশ্রুতিতে বহু মানুষ শহিদ ও আহত হয়েছেন। তাই সারা দেশে আন্দোলনে নিহত, আহতদের সম্মানে চলতি বছরের এইচএসসির ফলাফল উৎসর্গ করা হল।
উল্লেখ্য, চলতি বছর নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ থেকে ১৩৯৫জন শিক্ষার্থী অংশ নিয়ে সকলেই উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১১৮১ জন।