২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে ৯টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি বোর্ডে পাস করেছেন ১০ লাখ ৩৫ হাজার ৩০৯ জন শিক্ষার্থী। এর মধ্যে ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল মঙ্গলবার (১৫ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে ঘোষণা করা হয়। গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৫৩ হাজার ৫৪৬ জন বেড়েছে। ২০২৩ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ৯২ হাজার ৩৬৫ জন শিক্ষার্থী, আর ২০২৪ সালে এই সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ৯১১ জনে।
এবার ঢাকা বোর্ডে সর্বোচ্চ ৪৮ হাজার ৫৪৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। রাজশাহী বোর্ডে ২৪ হাজার ৯০২ জন, কুমিল্লা বোর্ডে ৭ হাজার ৯২২ জন, যশোর বোর্ডে ৯ হাজার ৭৪৯ জন, চট্টগ্রাম বোর্ডে ১০ হাজার ২৬৯ জন, বরিশাল বোর্ডে ৪ হাজার ১৬৭ জন, সিলেট বোর্ডে ৬ হাজার ৬৯৮ জন, দিনাজপুর বোর্ডে ১৪ হাজার ২৯৫ জন, ময়মনসিংহ বোর্ডে ৪ হাজার ৮২৬ জন, মাদ্রাসা বোর্ডে ৯ হাজার ৬১৩ জন এবং কারিগরি বোর্ডে ৪ হাজার ৯২২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।
পাসের হারেও বিভিন্ন বোর্ডে ভিন্নতা দেখা গেছে। ঢাকা বোর্ডে পাসের হার ৭৯.২১ শতাংশ, রাজশাহী বোর্ডে ৮১.২৪ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৭১.১৫ শতাংশ, যশোর বোর্ডে ৬৪.২৯ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৭০.৩২ শতাংশ, বরিশাল বোর্ডে ৮১.৮৫ শতাংশ, সিলেট বোর্ডে ৮৫.৩৯ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৭৭.৫৬ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৬৩.২২ শতাংশ, মাদ্রাসা বোর্ডে ৯৩.৪০ শতাংশ এবং কারিগরি বোর্ডে ৮৮.০৯ শতাংশ।
এ বছরও পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে মেয়েরা এগিয়ে রয়েছে। ছাত্রীদের পাসের হার ৭৯.৯৫ শতাংশ, যেখানে ৮০ হাজার ৯৩৩ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছেন। ছাত্রদের পাসের হার তুলনামূলক কম, জিপিএ-৫ পেয়েছেন ৬৪ হাজার ৯৭৮ জন ছাত্র।
২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় মোট ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তবে কিছু পরীক্ষা কোটা সংস্কার আন্দোলনের কারণে স্থগিত করা হয়। পরে সেই পরীক্ষা বাতিল করে শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার ভিত্তিতে ফলাফল নির্ধারণ করা হয়।