গাইবান্ধা সদরে এইচএসসি পরীক্ষায় ফেল করায় আব্দুল্লাহ আল নোমান নামের এক শিক্ষার্থীর আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কোমরপুর গ্রামে এক ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ আল নোমান গাইবান্ধা সদরের বল্লমঝাড় ইউনিয়নের কোমরপুর গ্রামের বাসিন্দা মো. জিল্লুর রহমান মণ্ডলের বড় ছেলে। সে এইচএসসি পরীক্ষায় পদার্থ বিজ্ঞান বিষয়ে অকৃতকার্য হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, নিহত শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান গাইবান্ধা সাদুল্যাপুর সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন। আব্দুল্লাহ আল নোমান এইচএসসি পরীক্ষার ফল জানার পরপরই বাড়িতে এসে ঘর ফাঁকা পেয়ে গলায় ফাঁস দেয়। ওই সময় তার মা-বাবা বাড়িতে ছিলেন না। পরে তার বাবা ঘরে এসে নোমানকে গলায় ফাঁস অবস্থায় দেখতে পায়। পরে এলাকাবাসী ও স্বজনদের সহযোগিতায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা সোহরাব বলেন, পরীক্ষায় ভালো ফলাফলের চাপ ও বিভিন্ন মানসিক যন্ত্রণা সহ্য না করতে পেরে নোমান এ ভয়ানক সিদ্ধান্ত নিয়েছে।
অন্যদিকে স্বজনরা বলেন, পরীক্ষায় ফেল করায় নোশান এ আত্মঘাতী ঘটনা ঘটিয়েছে। এ ছাড়া অন্য কোনো কারণ নেই। ইসলামের রীতি অনুযায়ী তার দাফন সম্পূর্ণ হচ্ছে।
এ বিষয়ে সদর থানার ওসি শাহিনুর ইসলাম তালুকদার বলেন, আত্মহত্যার ঘটনায় এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। এমন কিছু পেলে ব্যবস্থা নেওয়া হবে।