লিওনেল মেসির হ্যাটট্রিক এবং দুটি গোল করিয়ে দেওয়ার সৌজন্যে আর্জেন্টিনা বলিভিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকান বাছাইপর্বের ম্যাচে।
এই হ্যাটট্রিক মেসির আর্জেন্টিনার হয়ে দশম হ্যাটট্রিক। এর মাধ্যমে তিনি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সঙ্গে পোর্চুগালের হয়ে হ্যাটট্রিকের রেকর্ড সমান করেছেন।
ম্যাচটি বুয়েনস আয়েরসের মনুমেন্তাল ডি নিউনেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। এই জয়ের ফলে আর্জেন্টিনা বাছাইপর্বের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে।
মেসি এই ম্যাচে নিজে হ্যাটট্রিক করেছেন এবং সতীর্থদের দিয়ে আরও দুটি গোল করিয়েছেন। এর ফলে তিনি আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবারের মতো একটি ম্যাচে একাধিক গোল করার পাশাপাশি অ্যাসিস্টও করেছেন।
মেসি গত জুলাইয়ে কোপা আমেরিকায় চোট পেয়েছিলেন। এই ম্যাচটি তার চোট থেকে সেরে ওঠার পর দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ ছিল। তিনি ম্যাচের ১৯ মিনিটে বলিভিয়ার ডিফেন্ডার মার্সেলো সুয়ারেজের ভুলের সুযোগ নিয়ে গোল করেছিলেন।
বলিভিয়া গোলকিপার গিলের্মো ভিসকারা কয়েকটি দুর্দান্ত সেভ করেছিলেন, যার ফলে হোস্টরা তাদের স্কোর বাড়াতে পারেনি। তবে ৪৩ মিনিটে মেসির দ্রুত ক্রস থেকে লুতারো মার্টিনেজ গোল করেছিলেন। এরপর বিরতিতে যাওয়ার আগে জুলিয়ান আলভারেজকে (৪৫+৩) দিয়ে মেসি আরকেটি গোল করিয়ে ৩-০ তে দলকে এগিয়ে রাখলেন।
দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা আরও একটি গোল করেছিল। ৭০ মিনিটে নাউয়েল মলিনার পাস থেকে থিয়াগো আলমাদা গোল করেছিলেন। মেসি ম্যাচের (৮৪ ও ৮৬) শেষ দুটি গোল করেছিলেন।
কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে। তারা কলম্বিয়ার চেয়ে তিন পয়েন্ট এগিয়ে রয়েছে। কলম্বিয়া আজই চিলিকে হারিয়েছে।