ব্রাসিলিয়ায় অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে পেরুকে ৪-০ গোলে হারিয়ে দিয়ে দারুণ এক জয় পেয়েছে ব্রাজিল। বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনা ৬–০ গোলে জয়ের পর এই জয়টি ব্রাজিল সমর্থকদের আরও উচ্ছ্বসিত করে তুলেছে।
ম্যাচের ৩৮ ও ৫৪ মিনিটে বার্সেলোনা তারকা রাফিনিয়া জোড়া গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। উভয় গোলেই তিনি পেনাল্টি থেকে গোল করেছেন। এরপর আন্দ্রেয়াস পেরেইরতে (৭১) ও লুইজ হেনরিকের (৭৪) দুর্দান্ত গোলে ব্রাজিলের জয় নিশ্চিত হয়। পেরেইরার গোলটি ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য, যেখানে তিনি একটি দুর্দান্ত সিজার কিকে ভলি করে জাল কাঁপিয়েছিলেন।
এই জয়ের ফলে ব্রাজিল বাছাইপর্বের পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে। তবে গোল পার্থক্যের কারণে উরুগুয়ের পেছনে রয়েছে তারা।
ম্যাচের শুরু থেকেই ব্রাজিল আক্রমণাত্মক ফুটবল খেলে পেরুকে চাপে রাখে। পেরুর ডিফেন্ডার কার্লোস জামব্রানোর হ্যান্ডবলের ফলে প্রথম পেনাল্টি পায় ব্রাজিল। দ্বিতীয় পেনাল্টিটিও জামব্রানোরই ফাউলের ফলে পায় তারা।
নভেম্বরে ব্রাজিল ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে খেলবে। এই দুই ম্যাচেও তারা জয়ের জন্য লড়াই করবে।