ফরিদপুরে বজ্রপাতে ইমন জমাদ্দার (৩০) নামে এক কৃষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের পদ্মা নদীর চর এলাকায় সোবাহান মোল্লার ডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।
ইমন জমাদ্দার নর্থ চ্যানেল ইউনিয়নের সোবাহান মোল্লার ডাঙ্গী গ্রামের বাসিন্দা আফজাল জমাদ্দারের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান মো. মোস্তাকুজ্জামান বলেন, ঘটনার সময় জমিতে পেঁয়াজের বীজ বপন করছিলেন ইমন। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটে। তিনি ঘটনাস্থলেই নিহত হন।