বিয়ে করেছেন কোক স্টুডিও বাংলায় প্রকাশিত ‘মালো মা’ গানের গায়ক সাগর দেওয়ান। কনের নাম ফারিয়া মাহিন। তার স্ত্রী দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।
বছরখানেক আগে বাংলাদেশে আসার পরে দুজনের পরিচয় থেকেই প্রণয়। সেখান থেকে গত ২৫ জুন গোপনে বিয়ে করেছে এই জুটি।
তবে তাদের বিয়ে নিয়ে সৃষ্টি হয়েছে নানা নাটকীয়তা। কারণ দুই পরিবারের কেউই এই বিয়ে মেনে নিতে চায়নি।
এমনকি সাগরের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন ফারিয়া মাহিনের ভাই ওমর জায়েদ।
স্বামীর বিরুদ্ধে ভাইয়ের একাধিক অভিযোগের পর পাল্টা মুখ খুলেছেন গায়কের স্ত্রী। যেখানে তিনি জানিয়েছেন, নিজের ইচ্ছেতেই সাগরকে বিয়ে করেছেন। তার স্বামীর বিরুদ্ধে ভাইয়ের তোলা অভিযোগ মিথ্যা।
এ বিষয়ে কোক স্টুডিও বাংলার এই শিল্পী একটি গণমাধ্যমকে বলেন, ‘আমাদের সম্পর্ক পরিবারকে জানানোর পর থেকেই বিরূপ প্রতিক্রিয়া পাই। বিয়ে নিয়ে বেশ হয়রানির শিকারও হতে হয়েছে। থানা-পুলিশ থেকে শুরু করে অনেক কিছুই করেছে ফারিয়ার পরিবার। কিন্তু আমরা তো বিয়ে করেছি; অন্য কিছু নয়। আমার পরিবার মেনে নিয়েছে। কিন্তু তাদের পরিবারের লোকজনের মাথা ব্যথার শেষ হয়নি। ডিবি কার্যালয়েও যেতে হয়েছে। সেখানে গিয়ে আমরা বিয়ের সব প্রমাণ দিয়েছি।’
সাগর জানান, বিয়ের পরও নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন তিনি। তবে এই গায়ক আশাবাদী, পারিবারিক সমস্যা তারা নিজেরাই মিটিয়ে নেবেন।
তিনি বলেন, ‘আমরা ভালো আছি। সবার দোয়া চাই। পারিবারিক দূরত্ব হয়তো আস্তে আস্তে দূর হয়ে যাবে।’
প্রসঙ্গত, সুরকার ও সংগীতশিল্পী প্রীতম হাসানের সংগীত পরিচালনায় চলতি বছর ‘মালো মা’ প্রকাশ করে কোক স্টুডিও বাংলা। এ গানের গীতিকার খালেক দেওয়ান। ‘মালো মা’ গেয়েছিলেন খালেক দেওয়ানের নাতি সাগর দেওয়ান। এ গান দিয়েই জনপ্রিয়তা পান এ সংগীতশিল্পী।