সাদা পোশাকে দীর্ঘ সময় ধরেই ব্যর্থতার বৃত্তে বন্দী পাকিস্তান। সাম্প্রতিক অতীতে অস্ট্রেলিয়া সফরে ধবলধোলাই হওয়ার পর ঘরের মাটিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজেও ধবলধোলাই হয় ম্যান ইন গ্রিনরা। এরপর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে সাড়ে পাঁচশর বেশি রান করেও ইনিংস ব্যবধানে হারে শান মাসুদের দল। এরপর পরের দুই ম্যাচে রীতিমত স্পিন দুর্গ বানিয়ে খেলেছে স্বাগতিকরা, তাতেই মিলেছে ফল, শেষ দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।
মুলতানে সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে জয় এনে দেন দুই স্পিনার সাজিদ খান এবং নোমান আলী। এরপর সিরিজের শেষ টেস্টের জন্য রাওয়ালপিন্ডিতেও স্পিনবান্ধব উইকেটই বানিয়েছিল পাকিস্তান। আর ঘূর্ণি উইকেটে ইংলিশদের ঘায়েল করে ৯ উইকেটের ব্যবধানে ম্যাচ জিতে নিয়েছেন শান মাসুদরা।