বরিশালের হিজলা উপজেলা-সংলগ্ন মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে অভিযানিক স্পিড বোটের শব্দ শুনে নদীতে ঝাপিয়ে পড়ে নয়ন বেপারি (৬২) নামের এক জেলের মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বাউশিয়া-সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত নয়ন বেপারি উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া এলাকার বাসিন্দা।
স্থানীয়ভাবে জানা যায়, ভোররাতে প্রশাসনের মা ইলিশ রক্ষা অভিযানিক স্পিডবোটের শব্দ ভেবে দ্রুত গতিতে ট্রলার চালায় ছেলে ফরিদ বেপারি। এতে নয়ন বেপারি ট্রলার থেকে পড়ে ট্রলারের পাখা ও সামনের সুচালো মাথার (আন্নির) আঘাতে তার বাম পাশের পাঁজরের হাড় ভেঙে গুরুতর আহত হন। ছেলে ফরিদ বেপারি অন্য জেলেদের সহযোগিতায় তাকে উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় বাসিন্দা গিয়াস দেওয়ান বলেন, ট্রলার থেকে লাফিয়ে পড়ে নিজের চলন্ত ট্রলারের সুচালো মাথা ও পাখার আঘাতে নয়ন বেপারির মৃত্যু হতে পারে।
হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, নয়ন বেপারী ও তার ছেলে রোববার রাতে মেঘনা নদীতে মা ইলিশ শিকার করতে গিয়েছিলেন। অজ্ঞাত স্পিডবোটের শব্দ পেয়ে তাদের ট্রলার খুব দ্রুত গতিতে চালান। উপায়ান্তর না পেয়ে নয়ন বেপারি ট্রলার থেকে লাফিয়ে পড়ে ট্রলারের সুচালো মাথার (আন্নির) আঘাতে পাঁজরের হাড্ডি ভেঙে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
তিনি আরও বলেন, নিহত নয়ন বেপারির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।