চাঁদপুরের কচুয়ায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৫৮১ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ৪ হাজার করে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলাবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলা সদরের উত্তর বাজার ও পলাশপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত রণি।
অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতর চাঁদপুর জেলা কার্যালয়েরর উপ-পরিচালক মো. মিজানুর রহমান, সহকারী পরিচালক মো. হান্নানসহ অন্যান্য কর্মকর্তারা।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদফতর চাঁদপুর এর পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।
অভিযানে কচুয়া থানার একদল চৌকস পুলিশ সহযোগিতা করেন।
পরিবেশ অধিদফতর চাঁদপুর জেলা কার্যালয়েরর উপ-পরিচালক মো. মিজানুর রহমান বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে পরিবেশ অধিদফতর জেলা কার্যালয়ের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।