ভোলার চরফ্যাশনে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার হাজারীগঞ্জ ৬ নম্বর ওয়ার্ড ও এওয়াজপুর ৩ নম্বর ওয়ার্ডে পৃথক বজ্রপাতের ঘটনায় তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন এওয়াজপুর ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও শশীভূষণ সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মোশাররফ হোসেন লিটন ও চর-ফকিরা গ্রামের বাসিন্দা রফিজল মাঝির ছেলে শিহাব।
শশীভূষণ থানার ওসি তারিক হাসান রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরের দিকে হঠাৎ বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। এ সময় দলিল লেখক লিটন রাস্তা থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতে আহত হন। গুরুতর আহত লিটনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে একই সময় চর-ফকিরা গ্রামের শিহাব স্থানীয় মাইনুদ্দিন ঘাটে নোঙর করা নৌকার কাছে ছিল। এ সময় ঝড়বৃষ্টি শুরু হলে বাড়ি ফেরার পথে বজ্রপাতের আঘাতে গুরুতর আহত হন। পরে স্বজনরা হাসপাতালে নিয়ে গেলে চরফ্যাশন হাসপাতালের চিকিৎসক জেরিন আক্তার শিহাবের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেন।