ঢাকায় অনুষ্ঠিত হলো ফুডি এবং অ্যাট দ্য টেবিলের মধ্যে পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর হয়েছে। এ পার্টনারশিপের ফলে ফুডি অ্যাপের মাধ্যমে অ্যাট দ্য টেবিলের ২০টিরও বেশি রেস্তোরাঁর খাবার এখন গ্রাহকদের ঘরে সহজেই ডেলিভারি হবে।
ফুডির পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান পরিচালন কর্মকর্তা শাহনেওয়াজ মান্নান, ক্যাটাগরি প্রধান সৈয়দ সাজিবুর রহমান এবং সিনিয়র এক্সিকিউটিভ শাকিব হাসান আয়ন। অ্যাট দ্য টেবিলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অপারেশন ম্যানেজার সোয়াইন সোহরিদ, জেনারেল ম্যানেজার মাহমুদুল হাসান এবং প্রধান অ্যাডমিন খন্দকার কামরুন নাহার।
এই পার্টনারশিপ সম্পর্কে ফুডির সিওও শাহনেওয়াজ মান্নান বলেন, “ফুডি সবসময় চায় গ্রাহকদের নতুন অভিজ্ঞতা দিতে এবং খাদ্যপ্রেমীদের চাহিদা পূরণ করতে। আমরা আশা করছি, এই পার্টনারশিপের মাধ্যমে গ্রাহকরা সহজেই মানসম্মত খাবার উপভোগ করতে পারবেন।”