মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিজয় ঘোষণার পরপর ইলন মাস্ককে নতুন ‘তারকা’ হিসেবে আখ্যায়িত করেছেন, যা ইঙ্গিত দিচ্ছে, প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক রিপাবলিকান রাজনীতিতে নতুন ভূমিকা রাখতে পারেন। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, মাস্ক শুধু একজন উদ্ভাবক নন বরং তিনি একজন ‘বিস্ময়কর’ ব্যক্তি, যিনি যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎকে আরও সমৃদ্ধ করতে পারেন।
বক্তব্যে তিনি মাস্ককে নিয়ে স্মৃতিচারণও করেন—একবার স্পেসএক্স রকেটের ভিডিও দেখার সময় তিনি মাস্ককে ৪০ মিনিট ধরে আটকে রেখেছিলেন, যা ছিল উভয়ের জন্যই একটি স্মরণীয় মুহূর্ত।
বক্তব্যে ট্রাম্প নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন, যদিও আনুষ্ঠানিকভাবে তার প্রয়োজনীয় ইলেক্টোরাল কলেজ ভোট নিশ্চিত হয়নি। তিনি বলেন, ‘দেশের রোগ মুক্তিতে সাহায্য করতে যাচ্ছি। এটি হবে আমেরিকার স্বর্ণযুগ।’ তার ভাষায়, ‘এই বিজয় আমেরিকান জনগণের জন্য একটি দুর্দান্ত সুযোগ, যা আমাদের আমেরিকাকে আবারও মহান রাষ্ট্রে পরিণত করবে।’
এদিকে বিজয় ঘোষণার পর ট্রাম্পের এ মন্তব্য বিশ্লেষকদের কাছে ইঙ্গিত বহন করে, তিনি ইলন মাস্কের মতো প্রভাবশালী ব্যক্তিত্বকে নিজের রাজনৈতিক শক্তিতে পরিণত করতে চাইছেন।
তবে, প্রশ্ন থেকে যায়—এবারের নির্বাচনে ট্রাম্প জিতলেও, ভবিষ্যতে রিপাবলিকান পার্টির হাল ধরবেন কে? মাস্কের মতো উদ্ভাবক কি নতুন প্রজন্মের জন্য নেতৃত্বের এক বিশেষ প্রতীক হয়ে উঠতে পারেন?