মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ভোটাধিকার প্রয়োগ করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে ফ্লোরিডার পাম সৈকতের নির্ধারিত ভোটকেন্দ্রে তিনি ভোট দেন। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন। খবর বিবিসির।
বড় ব্যবধানে জিতবেন জানিয়ে ট্রাম্প বলেন, আমি খুবই আত্মবিশ্বাসী। দেখে যা মনে হচ্ছে অসংখ্য রিপাবলিকান ভোট দিচ্ছেন। ভোটারদের লম্বা লাইন দেখে আমি গর্বিত। আমি শুনেছি আমরা খুবই ভালো করছি। এই নির্বাচনে কোনো হাড্ডাহাড্ডি লড়াই হবে না।
দ্রুত নির্বাচনের উদাহরণ হিসেবে তিনি ফরাসি নির্বাচনকে উদ্ধৃত করেন। ট্রাম্প বলেন, ‘তারা সব অর্থ মেশিনে ব্যয় করেছে।’
কেন্দ্রের সামনে ভোটারদের দীর্ঘ সারি দেখে খুব ‘সম্মানিত’ বোধ করছেন বলেও মন্তব্য করেন ট্রাম্প।
এবারের নির্বাচনে ট্রাম্পের বিপরীতে ডেমোক্র্যাটিকদের প্রতিনিধিত্ব করছেন কমলা হ্যারিস। দুইজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আভাস পাওয়া যাচ্ছে।
যুক্তরাষ্ট্রে সাধারণত ভোট গ্রহণ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে জানা যায় কে নির্বাচিত হয়েছেন। এছাড়া কয়েক ঘণ্টার মধ্যে বিজয়ীর নামও ঘোষণা করে দেওয়া হয়।
তবে বিবিসি জানিয়েছে, এ বছর খুব কঠিন প্রতিযোগিতা হতে যাচ্ছে। যার অর্থ ফলাফল পেতে হলে লম্বা সময় অপেক্ষা করতে হতে পারে।
যুক্তরাষ্ট্রের ভোটাররা মঙ্গলবার (৫ নভেম্বর) দেশের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিচ্ছেন। আমেরিকার পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে স্থানীয় সময় ভোর ৬টায় (গ্রিনিচ মান সময় ১১:০০) ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে ১২ থেকে ১৪ ঘণ্টা সময় ধরে।
৫০টি রাজ্যে এবং ডিসট্রিক্ট অব কলাম্বিয়ায় ১৮ কোটি ৬০ লাখ ভোটার ভোট দিতে পারবেন। তবে বেশির ভাগ রাজ্যে ডাকযোগে ভোট এবং আগাম ভোট দেওয়ার ব্যবস্থা থাকায় আট কোটির বেশি মানুষ ইতোমধ্যেই ভোট দিয়ে ফেলেছেন।