নিখোঁজ রাত্রি মল্লিকের ফিরে আসার অপেক্ষার প্রহর গুনছে তার পরিবার। এ ঘটনার পর থেকে তার মা শয্যাশায়ী।
জানা গেছে, গত ৯ অক্টোবর রাজধানীর গেন্ডারিয়ার বসু বাজার লেন থেকে নিখোঁজ হন তিনি।
এ ঘটনায় রাত্রির মা রীনা রানী মল্লিক গেন্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
মা রীনা রানী মল্লিক বলেন, আমার মেয়ে নিজ বাসার নিচ থেকে হারিয়ে যায়। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। আমি আমার মেয়ের সন্ধান চাই।
এ বিষয়ে গেন্ডারিয়া থানার এস আই এমদাদুল হক বলেন, রাত্রি মল্লিকের নিখোঁজের ব্যপারে তার মা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। আমরা তার সব তথ্য দেশের সকল থানায় পাঠিয়ে দিয়েছি। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা চালাচ্ছি তার সন্ধান পেতে।
কেউ রাত্রির সন্ধান পেলে ০১৭১৬ ৭৭৯০৩১ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।