বলিউডের অন্যতম পাওয়ার কাপল দীপিকা-রণবীর। চলতি বছরের ৮ সেপ্টেম্বর এ তারকা দম্পতির ঘর আলো করে আসে কন্যা সন্তান দুয়া। শুক্রবার দুমাসের মেয়েকে বুকে আগলে নিয়ে এয়ারপোর্টে পৌঁছ যান তারকা যুগল।
কোথায় যাচ্ছেন দীপিকা-রণবীর তা নিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে চলেছে আলোচনা। ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এয়ারপোর্টের ছবি ও ভিডিও।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মেয়েকে নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করেছেন অভিনেত্রী। ক্যামেরার ফ্ল্যাশবাল্বের থেকে বাঁচাতে তাকে বুকে আগলে রেখেছিলেন। ছবি দেখে যা বোঝা যাচ্ছে সেই অনুযায়ী গোলাপি পোশাক ছিল দুয়ার পরনে।
রণবীর সিংও মেয়ের সঙ্গে ম্যাচিং করে গোলাপি পুলওভার পরেছিলেন। মনে করা হচ্ছে, মেয়েকে নিয়ে বেড়াতে যাচ্ছেন তারকা দম্পতি। আবার বেঙ্গালুরুতেও যেতে পারেন।
হয়ত দীপিকা কয়েকটা দিন মা-বাবার কাছে থাকবেন বলে ভক্ত-অনুরাগীরা মনে করছেন। তবে এ বিষয়ে তেমন কোন মন্তব্য করেননি এ তারকা দম্পতি।
প্রসঙ্গত, সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘গোলিও কি রাসলীলা – রামলীলা’র সেটে দীপিকা ও রণবীরের প্রেম শুরু হয়। ২০১৮ সালের ১৪ ও ১৫ নভেম্বর ইতালির লেক কোমোতে গিয়ে বিয়ে করেন তারকা যুগল। কোঙ্কনি ও সিন্ধি, দুই মতেই বিয়ে করেন দীপিকা-রণবীর। এরপর ক্যারিয়ারে মন দেন দুই তারকা।