দেশের অন্যতম বৃহৎ কাঁচা মালের পাইকারি নিমসার বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপদ বিভাগ (সওজ)।
শুক্রবার (৮ নভেম্বর) দিনব্যাপী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশের অন্তত আধা কিলোমিটার এলাকায় এ অভিযান চালিয়ে ৫ শতাধিক স্থাপনা ভেঙে ফেলা হয়।
শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকে কুমিল্লা জেলা প্রশাসন এবং সড়ক ও জনপদের যৌথ উদ্যােগে এ অভিযান পরিচালনা করা হয়। ভেঙে গুঁড়িয়ে দেয়া হয় সকল অবৈধ স্থাপনা।
এর আগে অবৈধ দোকানপাট সরিয়ে নিতে বৃহস্পতিবার মাইকিং করা হয়। তবে ব্যবসায়ীদের অভিযোগ কম সময়ের নোটিশে তাদের দোকান ভেঙে দেয়ায় মালিক পক্ষ থেকে জামানত ফেরত পাবেন না।
বাজারের ব্যবসায়ী ইয়াছিন ও সাখাওয়াত বলেন, আমরা ৪/৫ লাখ টাকা জামানত দিয়ে দোকান দিয়ে ছিলাম। কিন্তু মৌখিক নোটিশের কয়েক ঘণ্টার মধ্যে দোকান উচ্ছেদ করায় কেউই মালামাল সরিয়ে নিতে পারেনি। মালিক পক্ষ থেকে জামানতের টাকায় পাওয়া যাবে না।
অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. মঈন উদ্দিন ও সড়ক ও জনপদের উপবিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলাম।
এ সময় বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক, দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর বাবুসহ সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এদিকে স্থানীয়রা অভিযোগ করেন, উচ্ছেদের পর তদারকির অভাবে আবারো সরকারি জমি দখল করে স্থাপনা করে কতিপয় অসাধু ব্যক্তি। এর আগেও গত ১৫ বছরে আওয়ামী লীগের নেতৃত্বে সর্বদলীয় সিন্ডিকেট বাজারে দখল বাণিজ্য করেছিল। বছরের বিভিন্ন সময়ে সওজ উচ্ছেদ অভিযান চালালেও কয়েক দিন পর আবারো দখল হয়ে যেত।
কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. মঈন উদ্দিন বলেন, মহাসড়ক যানজট মুক্ত রাখতে এ অভিযান চালানো হয়েছে। কেউ আবারো অবৈধ স্থাপনা তৈরি করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সওজ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা বলেন, সওজ এর দখলকৃত জায়গার ওপর নির্মিত সকল স্থাপনাই উচ্ছেদ করা হবে। আজ ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বাকিগুলোও ধীরে ধীরে উচ্ছেদ করা হবে। এ অভিযান অব্যাহত রাখা হবে।