দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি কর্মকাণ্ডে সম্পৃক্ততা থাকার অভিযোগে জয়পুরহাট জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সেইসঙ্গে এই কমিটি মেয়াদোত্তীর্ণ হয়েছে বলেও জানানো হয়েছে।
শনিবার (০৯ নভেম্বর) দুপুরে জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, শুক্রবার (০৮ নভেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি কর্মকাণ্ডে সম্পৃক্ততায় মেয়াদোত্তীর্ণ জয়পুরহাট জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
সাংগঠনিক সূত্রে জানা গেছে, গত ২০২১ সারের ১৬ নভেম্বর এটিএম শাহনেওয়াজ কবীর শুভ্রকে আহ্বায়ক, আবু রাইহান উজ্জ্বলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মুক্তাদুল হক আদনানকে সদস্য সচিব করে তিন সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পরে ২০২২ সালের ১০ ফেব্রুয়ারি ৭১ সদস্য বিশিষ্ট জেলা যুবদলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। যুবদলের গঠনতন্ত্র অনুযায়ী কমিটির মেয়াদ থাকে দুই বছর। সেই হিসেব অনুযায়ী কয়েক মাস আগে এ কমিটির মেয়াদ শেষ হয়েছে।