নিজেদের সিদ্ধান্তে অনড় ভারত, আবারও হার মানবে পাকিস্তান?

নভেম্বর 9, 2024
by

পাকিস্তানের মাটিতে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট মানেই যেন অবধারিত প্রশ্ন, ‘ভারত খেলতে যাবেতো? সর্বশেষ এশিয়া কাপেও নানা নাটকীয়তার পর শেষ মুহূর্তে ভারতের আপত্তির মুখে হার মানতে হয়েছিল পাকিস্তানকে। আয়োজক পিসিবি থাকলেও হাইব্রিড মডেলে টিম ইন্ডিয়ার ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে শ্রীলঙ্কায়। 

সব ঠিক থাকলে আগামী বছর পাকিস্তানে আয়োজিত হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আইসিসির মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টটির এখনো সূচি ঘোষণা করা হয়নি। তবে সময় যত ঘনিয়ে আসছে ‘ভারতীয় বাংলা সিরিয়ালের’ মতো চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যকার নাটক তত জমে উঠছে।

ভারতীয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোর প্রতিবেদন বলছে, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্ত ইতোমধ্যে আইসিসিকে জানিয়ে দিয়েছে বিসিসিআই। কারণ হিসেবে তারা বলেছে, ভারতের সরকারের সবুজ সংকেত না পাওয়ার বিষয়টি। নিরপেক্ষ ভেন্যুতে টুর্নামেন্টটিতে খেলতে চায় ভারত। সম্ভাব্য বিকল্প ভেন্যুর নামও প্রস্তাব করেছে তারা। অবশ্য নিজেদের মাটিতে গোটা আসর আয়োজনে এখন পর্যন্ত অনড় পাকিস্তানও। একদিন আগেই নিজেদের অবস্থান পরিস্কার করেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। 

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বিসিসিআইয়ের এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছিল, পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিরপেক্ষ ভেনুতে খেলতে চায় ভারত। সেক্ষেত্রে দুবাই হতে পারে সবচেয়ে ভালো সমাধান। একই তথ্য জানিয়েছে ভারতের আরেক গণমাধ্যম ইনডিয়ান এক্সপ্রেসও। সংবাদমাধ্যমটি জানায়, বিসিসিআই তাদের ম্যাচগুলো দুবাইতে স্থানান্তর করার জন্য পাকিস্তানকে লিখিত চিঠি দেবে।

তবে ভারতের এমন স্বেচ্ছাচারি দাবি নিয়ে রীতিমতো ক্ষেপেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। ভারতের উদ্দেশে তিনি গণমাধ্যমকে বলেন, আমরা চাই ক্রিকেটে রাজনীতির মিশ্রণ না ঘটুক। তবে গত দুই মাস ধরে বিভিন্ন গণমাধ্যমের বরাত জানতে পেরেছি ভারত এবার পাকিস্তানে আসার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে। পাকিস্তান গত কয়েক বছর ধরে তাদের সাথে ভালো আচরণ করেছে। তবে তারা সবসময় ভালো আচরণ পাবে এ প্রত্যাশাও অমূলক।

ভারতের এমন সিদ্ধান্তের গুঞ্জন থাকলেও পাকিস্তান সরকার এখনো এ বিষয়ে কোন চিঠি পায়নি বলেও জানান তিনি। পিসিবি চেয়ারম্যান বলেন, ভারতের যদি নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা থাকে, তবে তাদের লিখিত আকারে জানাতে হবে। পরবর্তীতে পাকিস্তান সরকার যে সিদ্ধান্ত নেন, আমরা তা মেনে নেবো।

২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি চলবে ৯ মার্চ পর্যন্ত। আট দলের অংশগ্রহণে এসব ম্যাচ পাকিস্তানের করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রসঙ্গত, ২০০৮ সাল থেকে পাকিস্তানে কোন আন্তর্জাতিক ম্যাচ খেলছে না ভারত। 

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

তরুণ ভোটাররাই ভরসা ট্রাম্পের?

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামস্বামী বলেছেন, আমেরিকার

কয়জন হাসনাত মারবেন, প্রশ্ন সারজিসের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে আরেকবার গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টা