নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শারমীন বেগম নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১০ নভেম্বর) হীরাঝিল এলাকার ৪ নম্বর গলির শাহআলম ম্যানেজারের বাড়ির নিচতলার বাসার সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশটি ঝুলছিল।
রোববার (১০ নভেম্বর) বিকেল ৩টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। জিজ্ঞাসাবাদের জন্য শারমীনের স্বামী ইমরানকে (৩০) আটক করেছে পুলিশ।
শারমীন বেগম (২৩) ভোলার তজুমদ্দিন উপজেলার দক্ষিণ চাষাঢ়া গ্রামের কাঞ্চন মিয়ার মেয়ে। তার স্বামী ইমরান একই জেলার চরফ্যাশন উপজেলার মোকারবান্দা গ্রামের আব্দুল খালেকের ছেলে।
জানা গেছে, শারমীন বেগমের আগে একটি বিয়ে হয়েছিল। সে সংসারে তার একটি সন্তান রয়েছে। পরকীয়ায় জড়িয়ে আগের সংসার ছেড়ে ১ বছর আগে ইমরানকে বিয়ে করে সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় ভাড়া থাকতেন। তিনি প্রায় ৬ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
স্বামীর বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক আলমগীর হোসেন জানান, দুপুরের দিকে শারমীন বেগম ফুটপাথ থেকে এক জোড়া জুতা কেনেন। বাসায় গিয়ে পায়ে দিয়ে দেখেন জুতা ছোট হয়। তখন স্বামীকে জুতা পালটিয়ে আনতে বলেন। স্বামী পারবে না বলায় দুজনের মধ্যে তর্ক শুরু হয়। তখন স্বামী বাসা থেকে বের হয়ে ভ্যান গাড়ি নিয়ে বের হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামীর সঙ্গে অভিমান করে তিনি ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত সত্য জানা যাবে।