শেষমেশ শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানকে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই মাঠে এর আগে ওয়ানডেতে কখনোই জয় পায়নি টাইগাররা।
প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের কারণে পরাজিত হওয়া বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডেতে শোধ তুলেছে ৬৮ রানের ব্যবধানে ম্যাচ জিতে। সিরিজ এখন ১-১ সমতায়, তাই ১১ নভেম্বরের তৃতীয় ম্যাচটি হবে সিরিজ নির্ধারণী।
এই ম্যাচে বাংলাদেশ ব্যাটিংয়ে প্রথমে আসে এবং ২৫২ রান সংগ্রহ করে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৭৬ রান করেন এবং জাকের আলী অনিকের ঝড়ো ৩৭ রানের ইনিংসের ওপর ভর করেই এই রান সংগ্রহ সম্ভব হয়। পরবর্তীতে বল হাতে নাসুম আহমেদ ও মেহেদি হাসান মিরাজের দারুণ পারফরম্যান্সে আফগানিস্তানকে ৬৮ রানে পরাজিত করে টাইগাররা।
জয়ের পরেও ম্যাচসেরা শান্ত নিজ পারফরম্যান্স নিয়ে পুরোপুরি খুশি নন। তিনি ব্রডকাস্টে বলেন, ‘আমার আরও কিছুক্ষণ ক্রিজে থাকা উচিত ছিল। উইকেটটি বেশ কঠিন ছিল, বিশেষ করে স্পিনারদের জন্য। তবে শুরুটা যেমন করেছিলাম, তা নিয়ে আমি সন্তুষ্ট। নাসুম আর মিরাজ অসাধারণ বোলিং করেছে, তাদের প্রশংসা করতেই হয়।’
বোলিং নিয়ে সন্তুষ্ট থাকলেও শান্ত আরও বলেন যে ফিল্ডারদের কাছ থেকে আরও শক্তিশালী পারফরম্যান্স আশা করছিলেন। তিনি বলেন, ‘আমি ফিল্ডারদের কাছ থেকে যেটা আশা করেছিলাম, সেটাই তারা মাঠে দিয়েছে, এতে আমি খুবই খুশি।’
এবার তৃতীয় ম্যাচে সিরিজের ভাগ্য নির্ধারিত হবে।