বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাত্র-জনতার গণআন্দোলনে পেছন থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি ১ দফার আন্দোলন শুরু হলে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের রাজপথে এসে ছাত্র জনতার পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান। তিনি পাশে ছিলেন বলেই বাংলাদেশ আজ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে।
রোববার (১০ নভেম্বর) ফেনী জেলা বিএনপি কর্তৃক আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন বলে আজ আমরা স্বাধীন হয়েছি। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র এনেছেন বলে আমরা গণতন্ত্র পেয়েছি।
তিনি বর্তমান সরকারকে উদ্দেশ করে বলেন, রাষ্ট্রের কাঠামো দ্রুত সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করুন। জনগণ গত ১৬টি বছর ভোট দিতে পারেনি, তারা ভোট দিতে উন্মুখ হয়ে আছে।
ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকারবিষয়ক সহসম্পাদক বেলাল আহমদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য জালাল উদ্দীন মজুমদার, আবু তালেব ও মশিউর রহমান বিপ্লব প্রমুখ।