খুলনার ডুমুরিয়া উপজেলার রুদঘরা ইউনিয়নের হাসানপুর গ্রামে আপন ছোট ভাইয়ের লোহার হাঁসুয়ার আঘাতে মেজো ভাইয়ের খুনের ঘটনা ঘটেছে।
সোমবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে টিউবওয়েল থেকে পানি নেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানার ওসি তদন্ত মো. আক্তারুজ্জামান লিটন।
জানা যায়, টিউবওয়েল থেকে পানি নেওয়াকে কেন্দ্র করে হাসানপুর গ্রামের জিন্নাত বিশ্বাসের (৬৫) দুই পুত্র সোহান বিশ্বাস (১৯) ও রুবেল বিশ্বাসের (৩৪) মাঝে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ছোট ভাই সোহান বিশ্বাস লোহার হাঁসুয়া দিয়ে তারই আপন মেজো ভাই রুবেল বিশ্বাসকে মাথায় ও পেটে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। রুবেল বিশ্বাসের চিৎকারে ছুটে আসে তার পিতা-মাতা ও বড় ভাই। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তৎক্ষণাৎ রুবলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সার্জারি ইউনিটে তাকে ভর্তি করা হয়। পরে চিকিৎসারত অবস্থায় রাত আনুমানিক পৌনে ৯টার দিকে মৃত্যু হয় রুবেলের।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘাতক সোহান বিশ্বাস একজন নিয়মিত মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। সোহানের অতীতেও অনেক বেপরোয়া কাজের সঙ্গে সম্পৃক্ততার কথা জানিয়েছে এলাকাবাসী।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মামলার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে ডুমুরিয়া থানা পুলিশ।