ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির সব নেতাদের স্বাগত জানিয়ে রাজধানীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) উত্তরা এলাকায় এই মিছিল হয়। মিছিলটি উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠ থেকে রাজলক্ষ্মী, আজিমপুর, মুগ্ধ চত্বর হয়ে প্রধান প্রধান সড়ক পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
আনন্দ মিছিলে ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সদস্য সচিব মো. কামরুল জামান এবং মহানগর উত্তর যুবদলের সাবেক নেতা শিমুল আহমেদসহ দলের উত্তরা-পূর্ব থানা, উত্তরা-পশ্চিম থানা, উত্তরখান থানা, দক্ষিণখান থান, তুরাগ থানা ও মিরপুর থানার বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত সমাবেশে তারা বলেন, যোগ্য ও ত্যাগী নেতাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির দায়িত্ব দেওয়ায় সংগঠনের কার্যক্রম গতিশীল হয়েছে। তারা আরও বলেন, দীর্ঘ ১৫ বছরের স্বৈরশাসনের পর আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে জাতীয়তাবাদী শক্তিকে কাজ করতে হবে।
আমিনুল হককে আহ্বায়ক ও মোস্তফা জামানকে সদস্য সচিব করে গত ৪ নভেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির ছয় সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর, ফেরদৌসী আহমেদ মিষ্টি ও আব্দুর রাজ্জাক (দপ্তর)।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়।