ভারতীয় টেলিভিশন চ্যানেল স্টার জলসার ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয় করে দর্শকমহলে জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা যশ দাশগুপ্ত। এরপর বড় পর্দায় দেখা গেছে তাকে, আবার পুরোনো ছকেই ফিরতে চলেছেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে দর্শকমহলে গুঞ্জন শুরু হয়েছে, যে টেলিভিশনের পর্দায় ফিরছেন যশ। এবার সেই জল্পনার বিষয় খোলাসা করলেন।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে জানিয়েছেন, তিনি টেলিভিশনের পর্দায় ফিরছেন। দর্শক তাকে স্টার জলসায় দেখতে পাবেন।
ভিডিও পোস্ট করে অভিনেতা বলেন, ‘নমস্কার বন্ধুরা। সকলের জন্য একটা খুব খুশির খবর আছে। আমি আবার ফিরে আসছি টেলিভিশনের পর্দায়। দেখা হচ্ছে তোমাদের সকলের সঙ্গে খুব শিগগিরিই। চোখ রাখো স্টার জলসায়।’
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়, আবারও ধারাবাহিকে নায়কের চরিত্রের প্রস্তাব পেয়েছে যশ। তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি। তবে কোনও ধারাবাহিকের প্রচারেও ফিরতে পারেন যশ।
এর আগে যেমন স্টার জলসার ‘উড়ান’-এর প্রচারে একসঙ্গে ছোটপর্দায় দেখা গিয়েছিল যশ ও মধুমিতাকে। এবারেও সেইরকম কিছু ঘটতে চলেছে কিনা তা ক্রমশ প্রকাশ্য।