নারায়ণগঞ্জের বন্দরে ডোবা থেকে রুবেল (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধর করেছে পুলিশ।
বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় বন্দর থানার নবীগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন কালর্ভাট ব্রিজের নিচে ডোবা থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।
নিহত রুবেল সিদ্ধিরগঞ্জ এলাকার মৃত রফিজ উদ্দিন মিয়ার ছেলে। বুধবার রাত সোয়া ৯টায় মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ওসি তরিকুল ইসলাম।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে ব্রিজের নিচে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে সন্ধ্যায় মরদেহটি উদ্ধার মর্গে পাঠায়।
এ ব্যাপারে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, মরদেহ ৩/৪দিন আগের বলে ধারণা করা হচ্ছে। মনে হচ্ছে মরদেহটি গুইসাপ অথবা অন্য কোনো প্রাণী কিছুটা খেলে ফেলেছে। তাই শরীরে আঘাতের চিহ্ন বুঝা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।