আইপিএলের নিলাম : কলকাতার নজরে তাসকিন!

নভেম্বর 14, 2024
by

কদিন পরই সৌদি আরবের মাটিতে বসছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জমজমাট নিলাম। আগামী ২৪-২৫ নভেম্বর দুই দিনব্যাপী দ্বিতীয় বৃহত্তম শহর জেদ্দায় চলবে ক্রিকেটার কেনার এই মহাযজ্ঞ। এবারের নিলামে ১৩ বাংলাদেশি ক্রিকেটার নাম জমা দিয়েছেন বলে জানা গেছে। যদিও তালিকা প্রকাশ না করায় কারা আগ্রহ প্রকাশ করেছেন বিস্তারিত জানা যায়নি। 

সম্ভাব্য নাম দেওয়া তালিকায় মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসানদের সঙ্গে থাকতে পারেন তাসকিন আহমেদরা। এর আগেও বেশ কয়েকবার আইপিএলের ড্রাফটে নাম দিয়েছিলেন টাইগার এই পেসার। বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি তাকে নিয়ে আগ্রহ দেখিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বিসিবি থেকে সবুজ সংকেত না পাওয়ায় জমজমাট এই ক্রিকেট লিগে খেলার স্বপ্নপূরণ হয়নি।

কলকাতার নজরে থাকবেন তাসকিন?

নিলাম অনুষ্ঠানের আগে ৬ জন ক্রিকেটারকে ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। স্কোয়াড সাজাতে বাকি ক্রিকেটারদের নিলাম টেবিল থেকে নিতে হবে বর্তমান চ্যাম্পিয়নদের। কোন কোন ক্রিকেটারকে নিতে পারে কেকেআর, তার একটি ধারণা পাওয়া গেছে ভারতীয় গণমাধ্যমে। 

কেকেআরের রিটেইন করা তালিকায় আছেন সুনীল নারাইন, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, রমনদীপ সিংহ, হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তী। নারাইন স্পিনার হলেও ওপেনার হিসেবে খেলতে পারেন। রাসেলও অলরাউন্ডার। তিনি পেস বোলিং করতে পারেন। মিডল অর্ডারে ব্যাটও করতে পারেন। রিঙ্কু এবং রমনদীপ ফিনিশার হিসেবে থাকছেন। 

নারাইন ওপেনার হিসেবে খেললে কেকেআরের একজন ওপেনার প্রয়োজন। যে জায়গায় গত বছর ফিল সল্ট খেলেছিলেন। ছিলেন রহমানউল্লাহ গুরবাজও। তারা দু’জনেই উইকেটরক্ষক এবং ওপেনার ব্যাটার। এমন কাউকে পেলে এবারও সুবিধা হবে কেকেআরের। গতবারের অধিনায়ক শ্রেয়াসকেও ছেড়ে দিয়েছে তারা। ফলে তিন এবং চার নম্বরে ব্যাট করতে পারবেন এমন দু’জন ব্যাটার প্রয়োজন কেকেআরের। পাঁচ নম্বরে একজন অলরাউন্ডার হলে ভালো হয়। সেই সঙ্গে লাগবে একজন পেসার। 

ওপেনার নারাইনের সঙ্গী হিসাবে সল্টকে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে কেকেআর। গত বছর নাইটদের হয়ে ১২ ম্যাচে ৪৩৫ রান করেছিলেন তিনি। সেই সঙ্গে সামলেছিলেন উইকেটরক্ষকের দায়িত্ব। নিলামে তাই সল্টকে কেনার জন্য মরিয়া থাকতে পারে কেকেআর।

যদি ভারতীয় কাউকে চায় তা হলে রয়েছেন ঈশান কিষান। তিনিও ওপেনার এবং উইকেটরক্ষক। নেওয়া যেতে পারে ঋষভ পান্তকেও। অবশ্য সে ওপেনার না হলেও উইকেটরক্ষক। সেই সঙ্গে অধিনায়কের দায়িত্বও সামলাতে পারেন। ওপেনার, উইকেটরক্ষক এবং অধিনায়ক এই তিনটি দায়িত্ব সামলাতে পারবেন, এমন দু’টি ক্রিকেটার চাই কেকেআরের। যে জন্য বিরাট টাকা খরচ করতে হতে পারে।

কেকেআরের প্রয়োজন একজন অভিজ্ঞ পেসার। গত মৌসুমে যে দায়িত্ব সামলেছিলেন মিচেল স্টার্ক। এক সময় শোয়েব আখতার, শেন বন্ড, ব্রেট লি, ট্রেন্ট বোল্ট, মরনে মর্কেলের মতো পেসার কেকেআরের হয়ে খেলেছিলেন। সেই দায়িত্ব এবার কে নেবেন? নাইটরা ঝাঁপাতে পারেন দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েটজের জন্য।

সেই সঙ্গে গাস অ্যাটকিনসন, তাসকিন আহমেদের মতো পেসারও কেকেআরের চোখে থাকবে। পাশাপাশি ভারতীয় কাউকে নিতে চাইলে মোহাম্মদ শামি, উমেশ যাদব অথবা মোহাম্মদ সিরাজকে নিতে পারে শাহরুখ খানের দল।

প্রসঙ্গত, আইপিএলের সর্বশেষ আসরে খেলার জন্য দুটি ফ্র্যাঞ্চাইজি থেকে তাসকিনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। পাঞ্জাব কিংসের পাশাপাশি কলকাতা নাইট রাইডার্স এই পেসারকে দলে ভেড়াতে চেয়েছিল বলে তিনি নিজেই জানিয়েছিলেন গণমাধ্যমকে। তবে বিসিবির আপত্তিতে শেষ পর্যন্ত কোনো দলের সঙ্গেই চুক্তি করেননি তিনি।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন ২৩ অক্টোবরের মধ্যেই শেষ করতে হবে

হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন আগামী ২৩ অক্টোবরের মধ্যেই শেষ করতে হবে।

ফেনীতে বন্যায় কৃষিখাতে ক্ষতি ৯১৪ কোটি টাকা

স্মরণকালের ভয়াবহ বন্যা কবলিত ফেনীর পরিস্থিতি ক্রমাগত উন্নত হচ্ছে। বন্যা