গাজীপুরের শ্রীপুরে একটি জুট মিলে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে কারখানায় মজুত করা পাট আগুনে পুড়ে যায়। ফায়ার সার্ভিস দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের বরমী বাজার বাসস্ট্যান্ডে সংলগ্ন আই আর জুট মিলস্ লিমিটেডে এ অগ্নিকাণ্ড ঘটে।
আই আর জুট মিলের শ্রমিক শাহাদাত হোসেন বলেন, মিলের ভেতর পাট মজুত রাখা বেসিনের পাশে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। আগুন দেখতে পেয়ে মিলের শ্রমিকরা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। আগুনের লেলিহান শিখা বাড়তে থাকলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। আগুনে কারখানার বিপুল পরিমাণ পাট আগুনে পুড়ে গেছে।
আই আর জুট মিলের মালিক ইব্রাহিম খান বলেন, আগুন লাগার খবরটি কারখানার কর্মকর্তারা আমাকে অবহিত করছে। কারখানায় আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এই মুহূর্তে বলা সম্ভব নয়।
শ্রীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মাহমুদুল হাসান বলেন, রাত ৮টা ৩৫ মিনিটি আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় রাত ৯টা ৪৫ মিনিটে নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।