দ্বিতীয়বার নির্বাচিত হয়েই তৃতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন রিপাবলিকান পার্টির নেতা ডোনাল্ড ট্রাম্প। তবে এর জন্য তাকে বদলাতে হবে সংবিধান।
কিন্তু তা কি আদৌ সম্ভব? প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার এক সপ্তাহের মধ্যেই বোমা ফাটিয়েছেন তিনি। ‘নিয়ম ভেঙে’ তৃতীয় বারের জন্যেও ভোটে লড়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।
তবে কি এবার ক্ষমতা ধরে রাখতে সংবিধানের আমূল পরিবর্তন ঘটাবেন ‘সুপার পাওয়ার’ দেশের দণ্ডমুণ্ডের কর্তা? খবর দ্যা ইকোনোমিক টাইমসের।
সদ্য শেষ হওয়া আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে বিরাট ব্যবধানে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী বছরের জানুয়ারিতে ৪৭তম রাষ্ট্রপ্রধান হিসাবে শপথ নিয়ে রাজধানী ওয়াশিংটনের হোয়াইট হাউস পা রাখবেন তিনি। কিন্তু, তার আগেই রিপাবলিকান নেতার একটি মন্তব্য ঘিরে দুনিয়া জুড়ে তোলপাড় পড়ে শুরু হয়ে গেছে।
চলতি বছরের ১৩ নভেম্বর ওয়াশিংটনের একটি হোটেলে আমেরিকার আইনসভার (যাকে কংগ্রেস বলা হয়) নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের সদস্যদের সঙ্গে দেখা করেন ট্রাম্প।
তাদের সামনে দাঁড়িয়েই তিনি জানান, সমর্থকেরা চাইলে তৃতীয়বার প্রেসিডেন্ট হতেও কোনও আপত্তি নেই তার। এরপরই আমেরিকার সংবিধান বদল নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে।
এ প্রসঙ্গে ঠিক কী বলেছেন আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট? ট্রাম্পের কথায়, আমার ধারণা, আমি আর প্রেসিডেন্ট ভোটে লড়ব না। তবে যদি আপনারা বলেন যে, ‘তিনি ভাল ছিলেন’, কিংবা ‘বিশেষ একজনকে আমরা পেয়েছি’, তা হলে আলাদা কথা।’ তার এই মন্তব্যের পর রিপাবলিকান দলের অন্দরেও জলঘোলা শুরু হয়ে গিয়েছে।
আমেরিকার সংবিধান অনুযায়ী, কোনও ব্যক্তি দু’বারের বেশি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন না। অর্থাৎ রাষ্ট্রপ্রধান হিসাবে সর্বোচ্চ আট বছর ক্ষমতায় থাকতে পারবেন তিনি। ২০১৬ এবং ২০২৪ সালে প্রেসিডেন্ট ভোটে জিতেছেন ট্রাম্প। ফলে ২০২৮ সালের নির্বাচনে লড়তে হলে সংবিধান সংশোধন করতে হবে তাকে।
এখন থেকে প্রায় ২৩৫ বছর আগে, ১৭৮৯ সালের ৪ মার্চ কার্যকর হয় আমেরিকার সংবিধান। যা বিশ্বের অন্যতম প্রাচীন সংবিধান হিসাবে পরিচিত। পরবর্তী সময়ে একাধিক বার তাতে সংশোধনী আনা হয়েছে। যার মধ্যে ২২তম সংশোধনী খুবই গুরুত্বপূর্ণ।
যুক্তরাষ্ট্রে সংবিধান গৃহীত হওয়ার সময়ে কোনও ব্যক্তির প্রেসিডেন্ট হিসাবে কার্যকালের মেয়াদ কত বছর হবে, তা স্পষ্ট ছিল না। ফলে দু’বার নির্বাচিত হওয়ার পরও ভোটে লড়ার অধিকার ছিল রাজনৈতিক নেতা-নেত্রীদের। ১৯৫১ সালে অনুমোদিত ২২তম সংশোধনীতে এই নিয়মের বদল করা হয়।
ওই সংশোধনীতেই কোনও ব্যক্তি তৃতীয় বার প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারবেন না বলে উল্লেখ রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কেন্দ্রীয় আইনসভা বা কংগ্রেসের অবিচ্ছেদ্য অংশ নন। ফলে বেশ কিছু ক্ষেত্রে ‘একক সিদ্ধান্ত’ গ্রহণের ক্ষমতা রয়েছে তার। যার অপব্যবহার হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তাই ওই সংশোধনী আনা হয় বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞানের গবেষকেরা।
ব্রিটেনের হাত থেকে স্বাধীনতা পাওয়ার পর আমেরিকার প্রথম প্রেসিডেন্ট ছিলেন জর্জ ওয়াশিংটন। তিনি এবং তৃতীয় প্রেসিডেন্ট টমাস জেফারসন কখনই দু’বারের বেশি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেননি। ফলে এই নিয়ম একটা প্রথায় পরিণত হয়েছিল। ২২তম সংশোধনীতে যাকে সাংবিধানিক স্বীকৃতি দেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নেতৃত্ব।
ওয়াশিংটনের সময় থেকে চলে আসা ওই নিয়ম অবশ্য ভেঙে দেন ফ্র্যাঙ্কলিন ডেলানো রুজভেল্ট। মোট চার বার প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। ১৯৩৩ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত টানা ১২ বছর ক্ষমতায় ছিলেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় এই রাজনৈতিক নেতা।
প্রথম দু’টি মেয়াদে (১৯৩৩-১৯৩৭ এবং ১৯৩৭-১৯৪১) বিশ্বব্যাপী মহামন্দার মুখোমুখি হন প্রেসিডেন্ট রুজভেল্ট। ১৯৪০ ও ১৯৪৪ সালের ভোটে সব হিসাবকে চমকে দিয়ে তৃতীয় ও চতুর্থ বার জিতে যান তিনি। তবে প্রেসিডেন্ট হিসাবে চতুর্থ মেয়াদ পুরোপুরি শেষ করতে পারেননি তিনি। ১৯৪৫ সালে ক্ষমতায় থাকাকালীনই মৃত্যু হয় তার। রুজভেল্টের স্থলাভিষিক্ত হন হ্যারি ট্রুম্যান।
এর পরই সংবিধান সংশোধনী এনে প্রেসিডেন্টের কার্যকালের মেয়াদ সর্বাধিক আট বছরে আটকে দেন রাজনৈতিক নেতৃত্ব। এই আইন বদল করা মোটেই সহজ নয়। আর তাই ট্রাম্পের তৃতীয় বারের জন্য শ্বেত প্রাসাদে যাওয়ার স্বপ্ন কতটা সফল হবে, তা নিয়ে সন্দিহান আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞেরা।